দাম কমল ভিভো এক্স ৯০ প্রো ফোনের

সম্প্রতি আন্তর্জাতিক বাজারে আসে ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ফোন এক্স ৯০ প্রো। এবার এই ফোনের দাম কমেছে। ভিভো এক্স ৯০ প্রো মডেলের ফোনে রয়েছে অ্যামোলিড থ্রিডি কার্ভড ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোন পরিচালিত হয় মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০০ প্রসেসরের সাহায্যে।

ভিভো এক্স৯০ প্রো ফোন চলতি বছর এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল ভারতে। সম্প্রতি এই ফোনের দাম একধাক্কায় ১০ হাজার রুপি কমেছে। বর্তমানে ভিভো এক্স৯০ প্রো ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৪ হাজার ৯৯৯ রুপি। লঞ্চের সময় এই মডেলের দাম ছিল ৮৪ হাজার ৯৯৯ রুপি।

ভিভোর এই ফোনের রয়েছে কার্ল জেইস ব্র্যান্ডের ট্রিপল রেয়ার ক্যামেরা মডিউল। সেখানে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ৯৮৯ ১ ইঞ্চির সেন্সর রয়েছে। এছাড়াও ভিভো এক্স৯০ প্রো ফোনে রয়েছে ৪৮৭০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।

ডুয়াল সিম (ন্যানো) রয়েছে এই ফোনে। অ্যানড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ১৩ এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন। এছাড়াও রয়েছে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলিড থ্রিডি কার্ভড ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

The post দাম কমল ভিভো এক্স ৯০ প্রো ফোনের appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments