সস্তার ফোন আনল অনর, সঙ্গে শক্তিশালী ব্যাটারি

সাশ্রয়ী দামে নতুন ফোন আনল অনার। মডেল অনর প্লে ৮টি। এই ফোনে শক্তিশালী ব্যাটারি ব্যবহৃত হয়েছে। ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি প্রসেসর। এর সাহায্যে আপনি যেকোনো কাজ সহজেই করে ফেলতে পারবেন।

এই ফোনে ১২ জিবি র‌্যাম দেওয়া হয়েছে। এতে রয়েছে ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম। ব্যাটারি ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারেরর।

সম্প্রতি চীনের বাজারে অনর তাদের নতুন এই ফোন প্লে ৮টি মডেল ‍উন্মুক্ত করেছে। অনর প্লে সিরিজের নতুন এই এই ফোনে ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে ৯০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে।

অনর প্লে ৮টি মডেলের এই ফোন মিডনাইট ব্ল্যাক, জেড গ্রিন, স্ট্রিমিং সিলভার রঙে বাজারে এসেছে। ফোনটির ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১ ইয়েন।হ্যান্ডসেটটি চলবে অ্যানড্রয়েড ১৩ ভিত্তিক ম্যাজিক ওএস ৭.২ ভার্সনে।

ফোনের পেছনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের। এছাড়াও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ফোনের সামনে একটি পাঞ্চ-হোল ক্যামেরা কাটআউট পাওয়া যায়। ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনটিতে একটি ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির পাশাপাশি ৩৫ ওয়াটের দ্রুত চার্জিং সাপোর্ট করে।

The post সস্তার ফোন আনল অনর, সঙ্গে শক্তিশালী ব্যাটারি appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments