আইফোন, আইপ্যাড ও ম্যাকেও ব্যবহার করা যাবে উইন্ডোজ

কম্পিউটার, ল্যাপটপের পাশাপাশি এবার আইওএস, আইপ্যাওএস ও ম্যাকওএসচালিত ডিভাইসেও উইন্ডোজ ব্যবহার করা যাবে। সম্প্রতি এসব ওএস ও ওয়েব ব্রাউজারের জন্য নতুন অ্যাপ তৈরি করেছে মাইক্রোসফট।

নতুন অ্যাপটি উইন্ডোজ ৩৬৫-এর বিকল্প হিসেবে এসেছে এবং রিমোট কম্পিউটার থেকে উইন্ডোজ দেখার সেন্ট্রাল হাব হিসেবে কাজ করবে। তবে অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপের প্রিভিউ ভার্সন এখনো চালু করা হয়নি। নতুন অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা কম্পিউটারের সামনে না থাকলেও যেকোনো সময় রিমোট ডিভাইসের মাধ্যমে প্রবেশ ও নিয়ন্ত্রণ করতে পারবে।

উইন্ডোজ ও আইফোনের মধ্যে সংযোগ স্থাপনের বিষয়টি এতদিন খুবই কঠিন ছিল। নতুন অ্যাপের মাধ্যমে এ সমস্যার অনেকটাই সমাধান হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। বর্তমানে শুধু মাইক্রোসফট বিজনেস অ্যাকাউন্টের জন্য অ্যাপটির ব্যবহার সীমিত রাখা হয়েছে। শিগগিরই তা গ্রাহকের ব্যবহারের জন্য চালু করা হবে বলে সূত্রে জানা গেছে।

অ্যাপটিতে বেশকিছু কার্যকর ফিচার রয়েছে। এর মধ্যে একাধিক মনিটর ব্যবহার, স্কিন রেজল্যুশন পরিবর্তনের সুযোগ, ডায়নামিক স্ক্রিন রেজল্যুশন স্কেলিং এবং ওয়েবক্যাম, অডিও, স্টোরেজ ডিভাইস ও প্রিন্টারে সংযুক্ত হওয়া সম্ভব। কম্পিউটারের জন্য অনেক আগে থেকেই রিমোট কানেকশন অ্যাপ রয়েছে। তবে এককভাবে উইন্ডোজ অ্যাপ উন্মোচন গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। এর মাধ্যমে উইন্ডোজকে পরিপূর্ণভাবে ক্লাউডে রূপান্তরের আভাস দিচ্ছে মাইক্রোসফট।

The post আইফোন, আইপ্যাড ও ম্যাকেও ব্যবহার করা যাবে উইন্ডোজ appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments