ব্যবহারকারীদের সুবিধার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বিভিন্ন ফিচার আনছে। এর মধ্যে অন্যতম ইনস্টাগ্রাম। সাধারণ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে প্ল্যাটফর্মটি। এই ফিচারের মাধ্যমে যেকোনো ব্যবহারকারীর পোস্টে ফলোয়াররাও ছবি যুক্ত করতে পারবে। ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরির বরাতে এ তথ্য জানায় প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস নাউ।
ফিচারটির সুবাধে কোনো ব্যবহারকারী যদি ছবি পোস্ট করতে চায় তখন ফলোয়ারদেরও ছবি-ভিডিও পোস্ট করার সুবিধা দেবে। ইনস্টাগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে মোসারি জানান, নতুন ফিচার পরীক্ষা করা হচ্ছে। এর মাধ্যমে যেকোনো পোস্টে ফলোয়ার বা বন্ধুরা যুক্ত হতে পারবে। কোনো কিছু পোস্ট করার আগে ব্যবহারকারী ফলোয়ারদের পোস্ট করার সুবিধা চালু করতে পারবে।
ইনস্টাগ্রাম প্রধান আরও জানান, ফলোয়াররা কোনো কিছু পোস্ট করলেই যে তা পোস্টে যুক্ত হয়ে যাবে তেমন নয়। পোস্টে যুক্ত হওয়ার আগে পোস্টদাতা আলাদাভাবে সব ছবি-ভিডিও যাচাই করার সুবিধা পাবেন। ফিচারটির স্ক্রিনশট প্রকাশ করেছেন মোসেরি। সেখানে দেখা যায়, কোলাবরেটিভ ক্যারোসালে নিচের দিকে অ্যাড টু পোস্ট নামের একটি বাটন থাকবে।
কোথাও ভ্রমণের সময় এ ফিচারটি বেশি সুবিধা দেবে বলে আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অনেক সময় একত্রে ভ্রমণে গেলেও সব ছবি পাওয়া যায় না। সে ক্ষেত্রে নতুন ফিচারটি সবার ছবি এক জায়গায় নিয়ে আসতে সহায়ক ভূমিকা রাখবে।
The post অন্যের পোস্টে ছবি যুক্ত করার সুবিধা দেবে ইনস্টাগ্রাম appeared first on Techzoom.TV.

0 Comments