বাজারে অ্যাপলের নতুন ম্যাকবুক প্রো

প্রযুক্তি বাজারে নতুন ম্যাকবুক প্রো উন্মোচন করেছে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। একাধিক ফিচার থাকলেও এর দাম নিয়েই বেশি আলোচনা চলছে।

নতুন ম্যাকবুক প্রোতে এম৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। তবে ব্যবহারকারীদের এই ম্যাকবুকটি কাস্টমাইজ করে নেয়ারও সুযোগ রয়েছে। ফলে কম টাকায়ও ম্যাকবুক প্রো কেনা যাবে। বেজ মডেল কিনতে চাইলে খরচ করতে হবে মাত্র ৩ লাখ ৯৯ হাজার টাকা। যেখানে থাকবে ৪৮জিবি র‍্যাম এবং ১ টেরাবাইট স্টোরেজ।

ল্যাপটপটিতে বেশ কিছু কাস্টমাইজেশনের সুবিধাও রেখেছে অ্যাপল। যারা একটু বেশি পারফরম্যান্স চান তারা ১৬ ইঞ্চি স্ক্রিনের ১২৮জিবি র‍্যাম যুক্ত ম্যাকবুক কিনতে পারবেন। যার জন্য ১ লাখ টাকা বেশি খরচ করতে হবে। ১২৮জিবি ভেরিয়েন্টের দাম পড়বে ৪ লাখ ৯৯ হাজার টাকা। কেউ স্টোরেজ বাড়াতে চাইলে ৮ টেরাবাইট এসএসডি স্টোরেজের ভার্সন কিনতে পারবেন, যা কিনতে খরচ হবে ৭ লাখ ১৯ হাজার টাকা।

The post বাজারে অ্যাপলের নতুন ম্যাকবুক প্রো appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments