নভেম্বরের শেষে ১০০ সিরিজ উন্মোচন করবে অনর

হুয়াওয়ে, অপো, ভিভো থেকে শুরু করে বিভিন্ন স্মার্টফোন কোম্পানি ফ্ল্যাগশিপ ডিভাইস বাজারজাত করে। পাশাপাশি সাব-ফ্ল্যাগশিপ ডিভাইসও আনা হচ্ছে। এর মধ্যে নোভা ১২ লাইনআপ, রেনো ১১ সিরিজ, ভিভো এস১৮ রয়েছে। এসব কোম্পানির পাশাপাশি নভেম্বরের শেষ দিকে অনর ১০০ সিরিজের স্মার্টফোন উন্মোচন করতে পারে। চীনের বাজারে সম্প্রতি কোম্পানিটি সাশ্রয়ীমূল্যের ‘‌প্লে ৮টি’ স্মার্টফোন উন্মোচন করেছে।

প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের জন্য কোম্পানিটি অনর ১০০ সিরিজ ও এক্স৫০ জিটি বাজারজাতের লক্ষ্যে কাজ করছে।

সংশ্লিষ্ট সূত্রে প্রকাশিত তথ্যানুযায়ী, অনর ১০০ সিরিজে স্মার্ট আইল্যান্ড ডিজাইনের সঙ্গে ডুয়াল ফ্রন্ট ক্যামেরা দেয়া হতে পারে। পেছনে থাকা ক্যামেরাগুলোর জন্য গোলাকার ডিজাইন দেয়া হতে পারে। সিরিজের ডিভাইসগুলোয় স্ন্যাপড্রাগন ৮ জেন ২ মোবাইল প্লাটফর্ম প্রসেসর থাকতে পারে।

এছাড়া ডিসপ্লেতে ১.৫কে রেজল্যুশন ও চোখের সুরক্ষায় ডিমিং প্রযুক্তি থাকতে পারে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

তথ্যসূত্রে আরো জানা যায়, ১০০ সিরিজে তিনটি মডেল থাকতে পারে। এগুলো হলো অনর ১০০, ১০০ প্রো এবং ১০০ জিটি। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন প্রথম তথ্য ফাঁস করে। তখন জানানো হয় অক্টোবরে ১০০ সিরিজের পরীক্ষা চালাবে অনর এবং নভেম্বরে সিরিজটির আত্মপ্রকাশ হবে।

চলতি মাসের শেষে উন্মোচনের কথা শোনা গেলেও ডিভাইস তিনটির বৈশিষ্ট্য জানা যায়নি। অনর ১০০ সিরিজ ছাড়াও ম্যাজিক ৬ লাইনআপ নিয়েও কাজ করার কথা কোম্পানি সূত্রে জানা গেছে। এ সিরিজের ডিভাইসে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট ব্যবহার করা হতে পারে। আগামী বছরের ফেব্রুয়ারিতে চীনের বাজারে এ সিরিজ উন্মোচন করা হতে পারে।

The post নভেম্বরের শেষে ১০০ সিরিজ উন্মোচন করবে অনর appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments