গেমিং ব্যবসা থেকে সরে আসছে বাইটড্যান্স

নুভার্স ব্র্যান্ডের মাধ্যমে গেমিং ব্যবসায় যুক্ত ছিল বাইটড্যান্স। সম্প্রতি এ খাত থেকে নিজেদের কার্যক্রম গুটিয়ে নেয়ার কথা জানিয়েছে টিকটকের মালিকানা প্রতিষ্ঠানটি। এ বিষয়ে অবগত চারটি সূত্রে এ তথ্য জানা গেছে।

এক বিবৃতিতে বাইটড্যান্স জানায়, পর্যালোচনা শেষে গেমিং ব্যবসা পুনর্গঠন করা হতে পারে। তবে এর বেশি কিছু জানা যায়নি। কোম্পানির মুখপাত্র জানান, দীর্ঘমেয়াদে কৌশলগতভাবে ব্যবসা বাড়ানোর জন্য কোম্পানি প্রতিনিয়ত সব দেখভাল করে থাকে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়। সাম্প্রতিক পর্যালোচনার পরিপ্রেক্ষিতে গেমিং ব্যবসা পুনর্গঠনের কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে।

সূত্রগুলো জানায়, চলতি সপ্তাহেই ডিসেম্বরে উন্মোচনের অপেক্ষায় থাকা গেমগুলোয় কাজ বন্ধের বিষয়ে কর্মীদের জানাবে বাইটড্যান্স। এ সিদ্ধান্তের কারণে ১০০-এর বেশি কর্মী ক্ষতিগ্রস্ত হবেন বলেও জানা গেছে। বর্তমানে গেমিং ব্যবসার বাজার প্রায় সাড়ে ১৮ হাজার কোটি ডলারের বেশি। চীনের অন্যতম এ প্রযুক্তি কোম্পানিটি শিগগিরই এ খাতে ফিরে আসবে বলে মনে করছেন না সংশ্লিষ্টরা।

The post গেমিং ব্যবসা থেকে সরে আসছে বাইটড্যান্স appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments