গিগাবাইট এর জেড৭৯০ অরোস এলিট এক্স মাদারবোর্ড বাংলাদেশের প্রযুক্তি পণ্যের বাজারে নিয়ে এলো স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.। সম্প্রতি স্মার্ট টেকনোলজিসের প্রধান কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এক পার্টনার মিট অনুষ্ঠানের মাধ্যমে নতুন গিগাবাইট এর চতুর্দশ প্রজন্মের মাদারবোর্ড উন্মোচন করা হয়।
গিগাবাইট এর জেড৭৯০ অরোস এলিট এক্স মাদারবোর্ডটি উন্মোচন করেন গিগাবাইট এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডেপুটি ম্যানেজার এলান সু, গিগাবাইট এর কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান এবং স্মার্ট টেকনোলজিস এর গিগাবাইট প্রোডাক্ট ম্যানেজার তানজিম চৌধুরী। অনুষ্ঠানে মাদারবোর্ডটি ছাড়াও গিগাবাইট এর এরো ১৬ ওএলইডি বিকেএফ এবং এরো ১৫ ৯এমএফ মডেলের ল্যাপটপ বাজারে আনার আনুষ্ঠানিক ঘোষনা দেয়া হয়।
জেড৭৯০ অরোস এলিট এক্স
বাজারে নতুন আসা জেড৭৯০ অরোস এলিট এক্স মাদারবোর্ডটি ইন্টেল এর ত্রয়োদশ ও চতুর্দশ প্রজন্মের প্রসেসর সমর্থন করে। তা ছাড়াও এতে রয়েছে ডিজিটাল টুইন ১৬+১+২ ফেজেস ভিআরএম সলিউশন, ডুয়াল চ্যানেল ডিডিআর ফাইভ এর ৪টি চ্যানেল, পিসিআইই ইউডি স্লট এক্স, ইজেড ল্যাচ ক্লিক এম.২ হিটসিংক, ইজেড ল্যাচ প্লাস এম.২ স্লট, ইউসি বায়োস, আলট্রা বায়োস, আলট্রা ফাস্ট স্টোরেজ এবং ইফিশেন্ট ওভারঅল থারমাল সহ আধুনিক সব প্রযুক্তি।
The post গিগাবাইট এর চতুর্দশ প্রজন্মের মাদারবোর্ড appeared first on Techzoom.TV.
0 Comments