আইফোনে অ্যাডাল্ট কন্টেন্ট আসা বন্ধ করবেন যেভাবে

আইফোনে নতুন একটি ফিচার যুক্ত করলো অ্যাপল। যেখানে আপনার ফোনে আর হুটহাট আসবে না কোনো অ্যাডাল্ড বা সংবেদনশীল কন্টেন্ট। ফিচার চালু থাকলে সামনে আসার আগেই ব্লার হয়ে যাবে কন্টেন্টটি।

অ্যাপল নতুন আইওএস ১৭ আপডেট চালু করেছে, যাতে বিভিন্ন নতুন ফিচার রয়েছে। আইওএস ১৭ ব্যবহারকারীদের জন্য নতুন নিরাপত্তা বৈশিষ্ট্যগুলোও একীভূত করেছে, যা তাদের স্ক্রিনে পপ আপ হওয়া অবাঞ্ছিত সামগ্রী থেকে নিজেদের বাঁচাতে সক্ষম করবে। এই আইওএস ১৭ বৈশিষ্ট্যটি শুধু প্রাপ্তবয়স্কদের দ্বারাই ব্যবহার করা যাবে না, বরং শিশুদের থেকে ওয়েবে উপলব্ধ ঘৃণা এবং অন্য সংবেদনশীল বিষয়বস্তু এড়াতে ব্যবহার করা যেতে পারে।

দেখে নিন কীভাবে যে কেউ নিজেদের আইফোনে সংবেদনশীল বিষয়বস্তু সতর্কতা চালু করতে পারেন-

>> এজন্য প্রথমেই নিজেদের আইফোনের সেটিংস ওপেন করুন।

>> তারপর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে যেতে হবে।

>> এরপর নিচের দিকে স্ক্রল করলে পাবেন সেন্সিটিভ কন্টেন্ট ওয়ারনিং অপশন, সেটিতে ক্লিক করুন।

>> এবার সেন্সিটিভ কন্টেন্ট ওয়ারনিংয়ের পাশে রাখা টগলটি চালু করে দিন।

The post আইফোনে অ্যাডাল্ট কন্টেন্ট আসা বন্ধ করবেন যেভাবে appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments