আগামী বছরের শুরুতে পুরনো ম্যাক অপারেটিং সিস্টেমে সাপোর্ট পরিষেবা বন্ধ করে দেয়ার কথা জানিয়েছে ভালভ। সাপোর্ট ওয়েবপেজে প্লাটফর্মটি জানায় ম্যাকওএস হাই সিয়েরা ও মোজাভেতে এ সুবিধা বন্ধ করে দেয়া হবে।
আর্স টেকনিকার তথ্যানুযায়ী, এ সিদ্ধান্তের ফলে ৩২ বিটের ম্যাক অপারেটিং সিস্টেমনির্ভর গেম বন্ধ হয়ে যাচ্ছে। সাপোর্ট ওয়েবসাইটে স্টিম জানায়, ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ম্যাকওএস ১০.১৩ (হাই সিয়েরা) ও ১০.১৪ (মোজাভে) এ সাপোর্ট বন্ধ করে দেয়া হবে। এ সময়ের পর এসব অপারেটিং সিস্টেমে ইনস্টল থাকা স্টিম ক্লায়েন্ট নিরাপত্তাসহ কোনো ধরনের আপডেট দেয়া হবে না।
পুরনো অপারেটিং সিস্টেমের কারণে প্রযুক্তিগত কোনো সমস্যা হলেও স্টিমের পক্ষ থেকে সমাধান পাওয়া যাবে না বলেও জানা গেছে। এছাড়া পুরনো ওএসযুক্ত ডিভাইসে স্টিম চলবে কিনা সে বিষয়েও নিশ্চয়তা দিতে পারেনি কোম্পানিটি। মূলত পাঁচ থেকে ছয় বছর আগে উন্মোচন হওয়া ম্যাকওএস ভার্সনে সাপোর্ট বন্ধ করছে স্টিম এবং এর জন্য ক্ষতিকর কোনো প্রভাবও পড়বে না।
অ্যাপলও ম্যাকওএস ১০.১৫-এ ৩২ বিটের অ্যাপের জন্য সাপোর্ট বন্ধ করে দিয়েছে।
The post পুরনো ম্যাক ওএসে বন্ধ হচ্ছে স্টিম সাপোর্ট appeared first on Techzoom.TV.

0 Comments