অ্যাপল ও কোয়ালকমের সঙ্গে প্রতিযোগিতায় মিডিয়াটেক

সামনের বছরগুলোয় প্রিমিয়াম সেগমেন্টের চিপ খাতে অ্যাপল ও কোয়ালকমের সঙ্গে প্রতিযোগিতা করবে মিডিয়াটেক। সম্প্রতি কোম্পানির এক মুখপাত্র জানান, শিগগিরই ফ্ল্যাগশিপ মোবাইল প্রসেসর বাজারজাত করবে তাইওয়ানের এ চিপ উৎপাদনকারী কোম্পানি।

বাজারজাতের অপেক্ষায় থাকা এসব চিপ উচ্চ ক্ষমতাসম্পন্ন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)নির্ভর হবে বলেও সূত্রে জানা গেছে।

ভারতে মিডিয়াটেকের ব্যবস্থাপনা পরিচালক আংকু জেইন বলেন, ‘২০২৩ সালে আমাদের আয় ৭৯০ কোটি থেকে ১ হাজার ৪০০ কোটি ডলারে উন্নীত হয়েছে। চলতি বছর সবচেয়ে বড় অর্জন বৈশ্বিকভাবে ফ্ল্যাগশিপ চিপসেট থেকে আমাদের আয় ১০০ কোটি ডলার ছাড়িয়েছে।’

সাইবারমিডিয়া রিসার্চের তথ্যানুযায়ী, ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে ভারতে মিডিয়াটেকের চিপযুক্ত ২ কোটি স্মার্টফোন বিক্রি হয়েছে এবং ৪৬ শতাংশ বাজার নিয়ন্ত্রণে রেখেছে। যেখানে কোয়ালকমের চিপযুক্ত ডিভাইসের সংখ্যা ১ কোটি ২০ লাখের মতো এবং বাজার হিস্যা ২৭ শতাংশ। সার্বিক দিক বিবেচনায় ভারতের বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে তাইওয়ানের কোম্পানিটি।

বর্তমানে চিপ উৎপাদনকারী কোম্পানিটি জেনারেটিভ এআই খাতে নেতৃত্ব দেয়ার লক্ষ্যে কাজ করছে। এজন্য নতুন চিপসেট বাজারজাত করবে মিডিয়াটেক। যেটি ৩ হাজার ৩০০ কোটি প্যারামিটারের বড় ল্যাঙ্গুয়েজ পরিচালনায় সক্ষম।

জেইন জানান, প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি মিডিয়াটেক ব্র্যান্ডে ইমেজেও ভালো উন্নতি করেছে। আগে স্মার্টফোন কোম্পানিগুলো স্টেজে চিপসেটের নাম বলতে না চাইলেও এখন মিডিয়াটেক নির্বাহীদের আমন্ত্রণ জানায়।

অন্যদিকে গাড়ি নির্মাতাদের সঙ্গেও আলোচনা করছে মিডিয়াটেক। বিশেষ করে গাড়ির ভেতর থাকা এন্টারটেইনমেন্ট সিস্টেম তৈরিতে কাজ করবে কোম্পানিটি।

The post অ্যাপল ও কোয়ালকমের সঙ্গে প্রতিযোগিতায় মিডিয়াটেক appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments