আইকিওও নিও ৯: ফাস্ট চার্জিং স্মার্টফোন

নতুন ফাস্ট চার্জিং স্মার্টফোন আনল আইকিওও। মডেল নিও ৯। এতে আল্টা ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এটি একটি ৫জি ফোন। যার দামও হাতের নাগালে।

বুধবার চীনের বাজারে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। ১২ ও ১৬ জিবি র‌্যাম ভার্সনে এই ফোন পাওয়া যাবে। স্টোরেজ হিসেবে মিলবে ২৫৬, ৫১২ ও ১ টেরাবাইট।

এই স্মার্টফোনেই রয়েছে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে। এতে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং এইচডিআর১০ প্লাস সাপোর্ট থাকছে। ফোনটিতে প্রসেসর দেওয়া হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ চিপসেট। সঙ্গে আছে অ্যাড্রিনো ৭৪০ জিপিইউ।

এই স্মার্টফোনের সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের। রিয়ারে আছে ৮ ও ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা।

ব্যাকআপের জন্য ব্যাটারি রয়েছে ৫১৬০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য রয়েছে ১২০ ওয়াটের ফাস্ট চার্জার। কানেক্টিভিটির ক্ষেত্রে রয়েছে ৫জি, ৪জি, ইউএসবি টাইপ-সি পোর্ট। আনলকের জন্য মিলবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

The post আইকিওও নিও ৯: ফাস্ট চার্জিং স্মার্টফোন appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments