আরো আপডেট হচ্ছে নতুন প্রজন্মের এয়ারপড

অ্যাপল আইফোনের পাশাপাশি স্মার্টওয়াচ এবং এয়ারপড এনেছে বাজারে। যেগুলো গ্যাজেটপ্রেমীদের কাছেও পেয়েছে জনপ্রিয়তা। আইফোন ১৫ সিরিজের সঙ্গে লঞ্চ হয়েছে অ্যাপেল ওয়াচ সিরিজ ৯ এবং অ্যাপেল ওয়াচ আলট্রা ২। এরপর থেকেই শোনা যাচ্ছে, অ্যাপেল যুক্ত করতে চলেছে নতুন আধুনিক ফিচার। আসন্ন মডেলগুলোয় এসব ফিচার থাকবে বলে শোনা গেছে।

অ্যাপেল সংস্থা নেক্সট জেনারেশন ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন লঞ্চ করতে চলেছে আগামী বছর। এই ডিভাইস এয়ারপডস থার্ড জেনারেশনের সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হবে। একই সঙ্গে ফোর্থ জেনারেশনের এয়ারপডসের ডিজাইনে বেশকিছু পরিবর্তন আসতে চলেছে। দুটি আলাদা দামে অ্যাপল এয়ারপডস ফোর্থ জেনারেশনে দুটি আলাদা মডেল লঞ্চ হবে।

দুটি নতুন নন প্রো ফোর্থ জেনারেশনের এয়ারপডস লঞ্চ হলে ইয়ারবাডসের ডিজাইনেও পরিবর্তন হবে। থাকবে ইউএসবি টাইপ সি চার্জিং ফিচারের সাপোর্ট। অ্যাপল এয়ারপডস ফোর্থ জেনারেশনের যে দুটি মডেল লঞ্চ হবে তার মধ্যে হায়ার-এন্ড মডেলটিতে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। বর্তমানে এ ফিচার শুধু এয়ারপডস প্রো এবং ম্যাক্স মডেলে রয়েছে।

ফোর্থ জেনারেশনের এয়ারপডসে থাকতে পারে ছোট সাইজের স্টেম। চার্জিং কেসে থাকতে পারে ইউএসবি টাইপ-সি সাপোর্ট। নতুন এয়ারপডস ২০২৪ সালের সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে। সেই সময় নতুন আইফোন সিরিজও লঞ্চ হতে পারে।

The post আরো আপডেট হচ্ছে নতুন প্রজন্মের এয়ারপড appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments