আইকিউওও তাদের সুপার ফাস্ট চার্জিং স্মার্টফোন বাজারে আনল। মডেল আইকিউওও ১২ ৫জি। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে এই ফোন এসেছে। দুরন্ত ক্যামেরাসহ এতে রয়েছে বেশ কিছু লেটেস্ট ফিচার। ফোনটি চলবে অ্যানড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে। সঙ্গে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ৩ প্রসেসর।
প্রসেসর ও অপারেটিং সিস্টেমের পাশাপাশি স্মার্টফোনের ক্যামেরা এবং ব্যাটারিতেও চমক দিয়েছে সংস্থা। থাকছে ৬৪ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। অ্যাস্ট্রোফটোগ্রাফি এবং সুপারমুন মোডে তোলা যাবে ছবি, মিলবে থ্রি এক্স অপটিকাল জুম।
বিএমডব্লিউ মটোস্পোর্ট থিমের উপর ভিত্তি করে এই ফোন ডিজাইন করেছে আইকিউ। এতে থাকছে ৬.৭৮ ইঞ্চির এলটিপিও অ্যামোলিড ১.৫ রেজুলেশনের ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ১৪৪ হার্জ। ফোনের পিক ব্রাইটনেস ৩০০০ নিটস। নিরাপত্তার জন্য মিলবে ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক।
ফোনে প্রসেসর ও অপারেটিং সিস্টেম রয়েছে অ্যানড্রয়েড ১৪। এই ফোন পরিচালিত হবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ৩ চিপসেট দিয়ে। আইকিউওও জানিয়েছে, এই ফোনে ৪ বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
ক্যামেরার ক্ষেত্রে মিলবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। থাকছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন), ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স। এই ক্যামেরা সেটআপ দিয়ে থ্রিএক্স পর্যন্ত অপটিকাল জুম এবং ১০০ এক্স পর্যন্ত ডিজিটাল জুম করা যাবে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে মিলবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।
স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের। এই ব্যাটারি চার্জ করার জন্য ১২০ ওয়াটের সুপার ফাস্ট চার্জার দিয়েছে আইকিউওও। এই ফোনে ৫জি কানেক্টিভিটি মিলবে।
The post আইকিউওও ১২: ফাস্ট চার্জিং স্মার্টফোন appeared first on Techzoom.TV.
0 Comments