নতুন নোট সিরিজ নিয়ে আসল রিয়েলমি

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সম্প্রতি ‘মিডিয়া প্রিভিউ ইভেন্ট ২০২৪’ এর আয়োজন করেছে বিশ্বব্যাপী দ্রুত জনপ্রিয়তা অর্জনকারী স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ২০২৪ সালকে রিব্র্যান্ডিংয়ের বছর হিসেবে ঘোষণা করেন রিয়েলমি’র প্রতিষ্ঠাতা ও সিইও স্কাই লি ।

সম্প্রতি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে রিয়েলমি প্রেমীদের জন্য একটি খোলা চিঠি লেখেন। তিনি প্রকাশ করেছেন যে ব্র্যান্ডটি শীঘ্রই একটি নতুন পণ্য লাইন চালু করবে। মজার ব্যাপার হল, রিয়েলমি যে নতুন প্রোডাক্ট লাইন নিযে আসছে তাহল রিয়েলমি নোট সিরিজ।

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি কবে নাগাদ তাদের নতুন সিরিজ বাজারে নিয়ে আসবে এই বিষয় তেমন কিছু জানা যায়নি তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (টুইটার) এক ব্যক্তির একটি ছবি পোস্ট করেন সেখান থেকে জানা যায় রিয়েলমি নোট সিরিজ আগামি ২৪ জানুয়ারী লঞ্চ হবে। তবে দেশের বাজারে কবে নাগাদ আসবে সেই বিষয় জানা যায়নি । ধারনা করা হচ্ছে তাদের এই সিরিজের প্রথম ফোন হতে চলেছে Realme Note 1 ।

The post নতুন নোট সিরিজ নিয়ে আসল রিয়েলমি appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments