স্মার্টফোনের বাজারের ভাগ বসাতে বাজারে এলো নতুন দুই এআই ডিভাইস। এগুলো হলো র্যাবিট আর-১ এবং হিউম্যান এআই পিন।
ছোট আকৃতির এই এআই ডিভাইস সম্প্রতি কনজ্যুমার ইলেকট্রেনিক্স শো বা সিইএস-এ উন্মোচন করা হয়। এই প্রদর্শনী হয়েছিল আমেরিকার লাস ভেগাসে। এতে রয়েছে ঘূর্ণায়মান ক্যামেরা এবং ঘূর্ণায়মান বাটন রয়েছে।
আজকাল স্মার্টফোন কতটা জনপ্রিয় তা আর নতুন করে বলার দরকার নেই। এই ডিভাইস ছাড়া একমুহূর্ত থাকতে পারেন না কেই-ই। তবে, সেই স্মার্টফোনের বাজারে শিগগিরই প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে নতুন এই কৃত্রিম বুদ্ধিমত্তার ডিভাইস দুইটি।
সিইএস ২০২৪ এর ইভেন্টে এই দুই ডিভাইস উন্মোচন করা হয়েছে। যা স্মার্টফোন কোম্পানিগুলোকে খানিকটা ব্যাকফুটে ঠেলেছে বলে মত টেক বিশেষজ্ঞদের।
জানলে অবাক হবেন, বাজারে আসতেই ১০ হাজারেরও বেশি প্রি-বুক হয়েছে র্যাবিটি আর-১ মডেল।
স্মার্টফোনে যা যা সুবিধা পাওয়া যায় তা সবই পাওয়া যাবে ২.৮৮ ইঞ্চির এই টাচস্ক্রিন ডিভাইসে।। রয়েছে ঘূর্ণায়মান ক্যামেরা এবং ঘূর্ণায়মান বাটন। যার মাধ্যমে গোটা ডিভাইস কন্ট্রোল করতে পারবেন। এটি ফোনের সঙ্গে কানেক্ট করা যাবে। তবে আলাদা কোনও অ্যাপ লাগবেনা। সহজ করে বললে, ফোনের অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবে।
ফোনে যা যা সুবিধা পান যেমন সেলফি তোলা, ভিডিও করা ইত্যাদি সবই করা যাবে এখানে। তবে কোম্পানির মতে, এটি বর্তমানে মোবাইল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করলেও অ্যাপ আসার পর সরাসরি স্মার্টফোনকে টেক্কা দেবে র্যাবিট আর-১।
জামাতেও লাগাতে পারবেন এআই পিন
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি ডিভাইসটি জামাতেও লাগাতে পারবেন। যেরকম ব্যাজ লাগানো হয় ঠিক সেরকমই এআই ডিভাইস রাখা যাবে। এতে রয়েছে একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। এবং রয়েছে ভার্চুয়াল এআই অ্যাসিস্ট্যান্ট। যা মাইক্রোসফট এবং ওপেন এআইয়ের প্রযুক্তি দিয়ে তৈরি।
এখানেই শেষ নয়, ইয়ারবাড, ইয়ারফোন কানেক্ট করতে পারবেন। মাইক অন/অফ করা যাবে, মেসেজ করতে পারবেন। এই ধরনের আধুনিক ডিভাইস কিনতে কত টাকা খরচ করতে হবে?
স্মার্টফোন বয়ে নিয়ে যাওয়ার অভ্যাস চিরতরে হারিয়ে যেতে পারে, যদি এই ডিভাইস বাজারে জনপ্রিয় হয়ে ওঠে। টেক বিশেষজ্ঞদের আশা, ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে ছোট্ট ডিভাইস থেকেই সেরে ফেলতে পারবেন কঠিন থেকে কঠিনতম কাজ।
The post স্মার্টফোনে বিকল্প ‘এআই’ ডিভাইস এলো appeared first on Techzoom.TV.
0 Comments