ভিডিও বানিয়ে আয়ের সুযোগ থাকায় এখন অনেকেই কনটেন্ট তৈরির দিকে ঝুঁকছেন। পৃথিবীর অনেক তরুণই আছেন যারা এটাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। তাদের মধ্যে কয়েক জনের জনপ্রিয়তা আকাশচুম্বী। এদের একজন জেমস স্টিফেন। যাকে সবাই চেনেন মিস্টার বিস্ট হিসেবে। এই নামেই তার চ্যানেল, পেজ রয়েছে।
ইউটিউবে তার সাবস্ক্রাইবার সংখ্যা ২৩.৬ কোটি। তার প্রত্যেক ভিডিওতেই কয়েক কোটি ভিউ হয়। ইউটিউবের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তুমুল জনপ্রিয় মিস্টার বিস্ট। এই আমেরিকান ইউটিউবার সম্প্রতি টুইটার (বর্তমানে এক্স) প্ল্যাটফর্মে প্রথম ভিডিও আপলোড করেছেন।
ইলন মাস্ক মালিকাধীন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকলে দেখতে পাবেন সম্প্রতি মিস্টার বিস্টের ভিডিও বেশ দেখা যাচ্ছে। অনেকে মনে করছেন, যেহেতু জনপ্রিয় ইউটিউবারের এটি প্রথম ভিডিও তাই সেটি ব্যাপক ভাবে প্রমোট করা হয়েছে।
এদিন, এক্স-এ প্রথম ভিডিয়ো থেকে কত টাকা আয় করেছেন তার তথ্য দিয়েছেন মিস্টার বিস্ট। যার অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে যে কারও! প্ল্যাটফর্মে তিনি যে তথ্য শেয়ার করেছেন তা অনুযায়ী, প্রথম ভিডিও থেকে ২ লাখ ৬৩ হাজার ৬৫৫ ডলার আয় করেছেন তিনি।
প্রমাণস্বরূপ অ্যাকাউন্ট অ্যানালেটিক্সের একটি স্ক্রিনশটও দিয়েছেন ইউটিউবার। এই অংক দেখে অবাক খোদ ইউটিউবারও। কেন এত টাকা আয় করেছে সেই কথাও জানিয়েছেন মিস্টার বিস্ট। তিনি জানিয়েছেন, বিজ্ঞাপনদাতারা দেখেছেন যে ভিডিওটি অ্যাটেনশন পাচ্ছে তাই তারা সেখানে বিজ্ঞাপন যুক্ত করায়, প্রতি ভিউ-এ রেভেনিউ বৃদ্ধি পেয়েছে।
মিস্টার বিস্ট এই প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানালেও এক্স-এর মালিক ইলন মাস্ক এখনও কিছু পোস্ট করেননি। এখনও পর্যন্ত এক্স-এ তার ভিডিও ১৫৭ মিলিয়ন বা ১৫.৭ কোটি ভিউ পেয়েছে যা তার ইউটিউব ভিডিও’র থেকে অনেক বেশি। তবে ইউটিউব আয়ের থেকে এক্স-এর আয় ১ লাখ ডলার বেশি।
গত বছর থেকে এক্স প্ল্যাটফর্মে একাধিক বদল করেছেন ইলন মাস্ক। পাল্টাছেন মনিটাইজেশন পলিসিও। ক্রিয়েটরদের আহ্বান জানিয়েছেন ইলন মাস্ক। সাধারণ ইউজারদের জন্য আনা হয়েছে ব্লু টিক বা পেইড ভেরিফায়েড সাবস্ক্রিপশন ।
মিস্টার বিস্ট এও জানিয়েছেন, যে তিনি এই ভিডিও পরীক্ষার জন্য আপলোড করেছেন। তিনি দেখতে চাইছিলেন ইউটিউবের তুলনায় কেমন পারফর্ম করে এই ভিডিও। সম্প্রতি ক্রিয়েটরদের জন্য ইউটিউবের সঙ্গে এক্স-কে তুলনা করা শুরু হয়েছে। যদিও মিস্টার বিস্ট মনে করেন, এই তুলনা হয় না। ক্রিয়েটরদের টাকা দেওয়ার ক্ষেত্রে ইউটিউবের সঙ্গে পারবে না এক্স।
The post এক ভিডিও থেকেই ২ কোটি ২৭ লাখ টাকা আয় করেছেন এই তরুণ appeared first on Techzoom.TV.
0 Comments