দেশের বাজারে নতুন গেমিং ফোন হট ৪০আই এনেছে স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। বিশেষ ছাড়ে অনলাইন মার্কেট প্লেস দারাজে পাওয়া যাবে ফোনটি। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তরুণ গেমারদের কথা মাথায় রেখে তুলনামূলক কম দামে ফোন এনেছে তারা।
অক্টাকোর প্রসেসর ইউনিসক টি৬০৬ ব্যবহার করার হয়েছে গেমিং এই ফোনটিতে। প্রসেরকে আরও জোরালো করতে যুক্ত হয়েছে ইনফিনিক্সের এক্সবুস্ট গেমিং ইঞ্জিন। ইনফিনিক্সের নিজস্ব তৈরি এই গেমিং ইঞ্জিনটির মাধ্যমে গেমাররা নিজেদের ইচ্ছেমতো সেটিং পরিবর্তন করতে পারবেন।
গেমিংয়ে উন্নত অভিজ্ঞতা দিতে এই ফোনে আছে ৬.৬ ইঞ্চির ৯০ হার্জ এইচডিপ্লাস পাঞ্চ-হোল ডিসপ্লে। এ ছাড়াও ১৮ ওয়াটের ফাস্ট চার্জার সহ ৫০০০ অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে ফোনে।
৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ধারণক্ষমতার ফোনটি গতি আনবে গেমিং ও অন্যান্য কাজে। নিরাপত্তার জন্য অ্যান্ড্রয়েড ১৩-এ চলা এই ফোনটিতে আছে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
এছাড়াও, ডিভাইসটিতে আছে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পাম ব্লু, হরাইজন গোল্ড এবং স্টারলিট গোল্ড এই তিনটি রঙে পাওয়া যাবে ফোনটি। দাম ১৩ হাজার ৯৯৯ টাকা। এখন ফোনটি শুধুমাত্র দারাজে মিলবে।
The post কম দামে গেমিং ফোন আনল ইনফিনিক্স appeared first on Techzoom.TV.
0 Comments