আপনি কি স্মার্টফোনের আসক্তি কমাতে চান? তাহলে আপনার কাছে এই নেশা থেকে মুক্তি পাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। আসলে, একটি আমেরিকান কোম্পানি ‘ডিজিটাল ডিটক্স’ -এর বিনিময়ে মানুষকে দশ হাজার ডলার অর্থাৎ প্রায় আট লাখ টাকা অফার করছে।
আমেরিকার বিখ্যাত দই -এর ব্র্যান্ড ‘সিগি’ মানুষের জন্য এমন একটি প্রোগ্রাম নিয়ে এসেছে, যা মানুষকে ডিজিটাল দুনিয়া থেকে দূরে থাকতে চ্যালেঞ্জ করছে। এতে, কিছু নির্বাচিত অংশগ্রহণকারীদের স্মার্টফোন ফ্রিজ করা হবে এবং তাঁরা এক মাস মোবাইল ব্যবহার করতে পারবেন না।
তবে এই সময়ের মধ্যে তারা একটি প্রিপেইড সিম কার্ড এবং বেসিক ফিচার ফোন পাবেন।এই ফোনের মাধ্যমে আপনি জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। ১০ জন সৌভাগ্যবান ব্যক্তি যারা এই এক মাসব্যাপী ‘ডিজিটাল ব্রেক চ্যালেঞ্জ’ জিতবেন তারা সিগির কাছ থেকে ১০,০০০ মার্কিন ডলার পাবেন এবং তাদের তিন মাসের জন্য সিগির দই সরবরাহ করা হবে। এই প্রোগ্রামে যোগ দিতে আপনি ৩১ জানুয়ারি ২০২৪তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
The post স্মার্টফোন এক মাস ব্যবহার না করলেই মিলবে ৮ লাখ appeared first on Techzoom.TV.
0 Comments