অনেক ঝড় ঝাপটার পরে নতুন করে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে অনলাইন মার্কেটপ্লেস বা ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। সেই ধারাবাহিকতায় এবার পুরাতন সার্ভারে ফিরল ইভ্যালি। এর ফলে সব তথ্য পুনরুদ্ধার করতে সক্ষম হবে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার দুপুরে ইভ্যালির সিটিও ওসমান গনি নাহিদ ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
ওই পোস্টে সিটিও ওসমান গনি নাহিদ লিখেছে, ‘ইভ্যালি আ্যাপ বা ওয়েবসাইটে আপনার পুরাতন অর্ডার দেখতে পাচ্ছেন?
যারা পুরাতন নাম্বার এড করে রেখেছেন, প্লে স্টোর থেকে ইভ্যালি আ্যাপ টি আপডেট করে আপনার পুরাতন নাম্বার ওটিপি দিয়ে ভেরিফাই করে নিন।
যাদের ইভ্যালিতে এখন রেজিষ্ট্রেশন করা নেই , ইমেইল বা গুগল দিয়ে সাইন আপ করে , পুরাতন নাম্বার যোগ করে ভেরিফাই করে নিন। ভেরিফিকশন এর পর আপনার পুরাতন অর্ডার আ্যাপে আসতে শুরু করবে। পুরাতন নাম্বার এড এবং ভেরিফিকেশন অপশনটি প্রোফাইল সেকশনে পাওয়া যাবে।’
The post পুরাতন সার্ভার চালু করল ইভ্যালি appeared first on Techzoom.TV.
0 Comments