নতুন ডিজাইনে বাজারে আসবে ওয়ানপ্লাস থার্টিন

নতুন ডিজাইনে বাজারে আসবে ওয়ানপ্লাস থার্টিন। এ বিষয়ে অবগত সূত্রে এ তথ্য জানা গেছে। আগের একাধিক ডিভাইসে কোম্পানিটি একই ধরনের ডিজাইন অব্যাহত রেখেছিল।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, ওয়ানপ্লাস টেন, টেন টি, টেন আর, ইলেভেন, টুয়েলভ ও টুয়েলভ আরের বাহ্যিক ডিজাইন প্রায় একই। আগের ডিজাইনে চারকোনা আকৃতির বক্সে ক্যামেরা দেয়া হতো। পরের ভার্সনগুলোয় গোলাকার ডিজাইন দেয়া হয়েছে। কিন্তু তিন বছরেরও বেশি সময় ধরে ডিজাইনে খুব একটা পরিবর্তন আসেনি।

ডিজিটাল চ্যাট স্টেশনের তথ্যানুযায়ী, ওয়ানপ্লাস থার্টিনে হয়তো দীর্ঘদিন থেকে ব্যবহার হয়ে আসা ফ্যামিলি স্টাইল হিঞ্জ ডিজাইন থাকবে না। এছাড়া এতে স্ন্যাপড্রাগন এইট জেন ফোর প্রসেসর ব্যবহার করা হতে পারে বলে জানানো হয়েছে। যদিও কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে দেয়া পোস্টে দাবি করা হয়, ওয়ানপ্লাস থার্টিনে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হতে পারে।

The post নতুন ডিজাইনে বাজারে আসবে ওয়ানপ্লাস থার্টিন appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments