বাজে নেটওয়ার্কেও সার্চের সুযোগ দেবে ক্রোমের নতুন ফিচার

ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদেরকে ‘আগের চেয়ে বেশি সহায়ক পরামর্শ’ দিতে সম্প্রতি তিনটি নতুন ফিচার আনার ঘোষণা দিয়েছে গুগল। এরমধ্যে কিছু ফিচার কাজ করবে স্মার্টফোন অ্যাপে ও বাকিগুলো কম্পিউটার ব্রাউজারে।

প্রথমত, ক্রোমের ডেস্কটপ সংস্করণ ব্যবহারকারীরা এমন নতুন ‘সার্চ সাজেশন’ পেতে যাচ্ছেন, যেখানে অন্যান্য ব্যবহারকারী ব্রাউজারে কী ধরনের তথ্য খুঁজছেন, সে সম্পর্কে ধারণা মিলবে।

ব্যবহারকারীর সাম্প্রতিক প্রশ্নগুলোর পাশাপাশি অন্যরা সার্চ করেন এমন বিষয়গুলোও মনে রাখবে ব্রাউজারটি। আর ‘পিপল অলসো সার্চ ফর’ নামের ট্যাবের নীচে ব্যবহারকারীর সার্চ করা অপশনগুলো দেখা যাবে, যা থাকবে স্বয়ংক্রিয়ভাবে দেখানো সেসব সাজেশনের ডানপাশে। আইওএস ও অ্যান্ড্রয়েডে ক্রোম ব্যবহারকারীরা এখন সার্চের সঙ্গে আরও ছবি দেখার সুযোগ পাবেন। এর আগে ক্রোম সার্চ সাজেশনে ছবি দেখা যেত কেবল অ্যাড্রেস বারে। এর উদাহরণ হিসেবে গুগল বলছে, ব্যবহারকারী ‘ইসান্তি ডাইনিং টেবল’ কি ওয়ার্ড দিয়ে সার্চ দিলে তাকে আরও বিস্তৃত, যেমন ‘বোহেমিইয়ান টেবল’ এর ছবিও দেখানো হবে।

এদিকে ক্রোমের আইওএস ও অ্যান্ড্রয়েড সংস্করণের সবচেয়ে বিস্ময়কর নতুন ফিচার সম্ভবত নতুন এক অপ্টিমাইজেশন টুল, যার মাধ্যমে ব্যবহারকারীদের নেটওয়ার্ক সংযোগ দুর্বল থাকলেও সার্চ করার সুবিধা মিলবে। তবে নতুন ফিচারটি কীভাবে কাজ করে, তা প্রকাশ করেনি গুগল। গুগলের এ তিনটি ফিচারই চালু হয়েছে ১ মার্চ থেকে, যেগুলো নিজস্ব সার্চ ইঞ্জিনের জন্য গুগলের প্রকাশ করা সর্বশেষ টুল।

এছাড়াও, সম্প্রতি নিজস্ব ব্রাউজারে তিনটি নতুন জেনারেটিভ এআই ফিচারের পাশাপাশি একটি জেমিনাইভিত্তিক ‘রাইটিং টুলও’ যোগ করেছে গুগল।

The post বাজে নেটওয়ার্কেও সার্চের সুযোগ দেবে ক্রোমের নতুন ফিচার appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments