চলছে বেসিস নির্বাচন, দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ২৪৭টি

চলছে তথ্যপ্রযুক্তিখাতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। নির্বাচনকে ঘিরে ভোটকেন্দ্র এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।

বুধবার (৮ মে) সকাল ১০টায় রাজধানীর গুলশানের শুটিং ক্লারে শুরু হয়েছে বেসিস নির্বাচনের ভোটগ্রহণ। শুরু থেকেই তিন প্যানেলের প্রার্থীরা ভোট দেওয়া শুরু করেছেন। সেসঙ্গে সদস্যরাও তাদের ভোট দিচ্ছেন। ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এবারের বেসিস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তিনটি প্যানেল-‘টিম স্মার্ট’, ‘টিম ওয়ান’ ও ‘টিম সাকসেস’। তিন প্যানেলের ১১ জন করে মোট ৩৩ জন প্রার্থী পরিচালক পদের জন্য লড়ছেন।

নির্বাচন ঘিরে শুটিং ক্লাবের প্রবেশপথে তিন প্যানেলের সমর্থকদের ভিড় রয়েছে। প্রার্থীদের পক্ষে তারা প্রচার চালিয়ে যাচ্ছেন। ভোট উপলক্ষে শুটিং ক্লাবে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

দুপুর ১২ পর্যন্ত মোট ভোট পড়েছে ২৪৭টি। জেনারেল ক্যাটাগরির ৯৩২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৫৪ জন। অ্যাসোসিয়েট ক্যাটারির ৩৮৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫৭ জন। অ্যাফিলিয়েটের ১৩৪ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩০ জন। ইন্টারন্যাশনাল ৯জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬ জন। মোট ভোটার ১৪৬৪ জন। ভোট দেওয়া হয়েছে ২৪৭টি।


বেসিসের ১১ জনের বোর্ডে সাধারণ ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হবেন আটজন। এর সঙ্গে অ্যাসোসিয়েট, অ্যাফিলিয়েট ও ইন্টারন্যাশনাল ক্যাটাগরি থেকে একজন করে নির্বাচিত হবেন আরও তিনজন। নির্বাচনে এবার মোট মোট ভোটার এক হাজার ৪৬৪ জন। এর মধ্যে জেনারেল ক্যাটাগরিতে ভোটার ৯৩২ জন, অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ভোটার ৩৮৯ জন, অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে ভোটার ১৩৪ জন ও আন্তর্জাতিক ক্যাটাগরিতে ভোটার ৯ জন।

এবারের বেসস নির্বাচন কমিশন বোর্ডে রয়েছেন চেয়ারম্যান টি আই এম নুরুল কবীর এবং সদস্য সৈয়দ মামনুন কাদের ও নাজিম ফারহান চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন এ তৌহিদ, সদস্য আবদুল্লাহ এইচ কাফি ও নাজনীন কামাল।

টিম সাকসেস
‘টিম সাকসেস’ প্যানেলের নেতৃত্বে রয়েছেন ফ্লোরা টেলিকমের মোস্তাফা রফিকুল ইসলাম। জেনারেল ক্যাটাগরি থেকে এই প্যানেলের প্রার্থীরা হলেন-তৌফিকুল করিম, মোহাম্মদ আমিনুল্লাহ, মো. শহিবুর রহমান খান, ফারজানা কবির, মো. শফিউল আলম, ইমরান হোসেন, সৈয়দা নাফিসা রেজা।

এই প্যানেল থেকে অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে থেকে এন এম রাফসান জানি, অ্যাফিলিয়েট ক্যাটাগরি থেকে আবদুল আজিজ ও ইন্টারন্যাশনাল ক্যাটাগরি থেকে আবু মুহাম্মদ রাশেদ মজিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন পরিচালক পদে।

টিম ওয়ান
বেসিসের বর্তমান সভাপতি রাসেল টি আহমেদের নেতৃত্বে গড়ে তোলা হয়েছে ‘ওয়ান টিম’। ওয়ান টিমে জেনারেল ক্যাটাগরি থেকে রাসেল টি আহমেদের নেতৃত্বে নির্বাচনে লড়াই করছেন এম রাশিদুল হাসান, উত্তম কুমার পাল, এ কে এম আহমেদুল ইসলাম বাবু, ইকবাল আহমেদ ফখরুল হাসান, এম আসিফ রহমান, দিদারুল আলম সানি, কে এ এম রাশেদুল মাজিদ।

এ ছাড়া অ্যাসোসিয়েট ক্যাটাগরি থেকে সৈয়দ আব্দুল্লাহ জায়েদ, অ্যাফিলিয়েট ক্যাটাগরি থেকে বিপ্লব ঘোষ রাহুল ও ইন্টারন্যাশনাল ক্যাটাগরি থেকে সৈয়দ মোহাম্মাদ কামাল নির্বাচন করছেন।

টিম স্মার্ট
অ্যাডভান্সড ইআরপি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেলের নেতৃত্বে গড়ে তোলা হয়েছে ‘টিম স্মার্ট’। ‘টিম স্মার্ট’ প্যানেলের অন্য প্রার্থীরা হলেন সাধারণ সদস্য শ্রেণির মোহাম্মদ রিসালাত সিদ্দিকী, লিয়াকত হোসেইন, মীর শাহরুখ ইসলাম, এ এস এম রফিক উল্লাহ, মঞ্জুরুল আলম, সৈয়দা নওশাদ জাহান, মো. নিয়াজ মোর্শেদ এবং আরমান আহমেদ খান (সহযোগী), লুতফি হায়দার চৌধুরী (অ্যাফিলিয়েট) ও এ এইচ এম হাসিনুল কুদ্দুস (আন্তর্জাতিক)।

The post চলছে বেসিস নির্বাচন, দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ২৪৭টি first appeared on Techzoom.TV.

Post a Comment

0 Comments