গিগাবাইট এশিয়া প্যাসিফিক মার্কেটিং এক্সিলেন্স এওয়ার্ড ২০২৩ পেয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.। বুধবার (৫ জুন) তাইওয়ানের রাজধানী তাইপে’তে আয়োজিত এক জাঁকজমকপূর্ন অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: এর পক্ষে পুরষ্কারটি গ্রহন করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম।
পুরষ্কারটি তুলে দেন গিগাবাইট এর ভাইস প্রেসিডেন্ট, এন্টারপ্রাইজ সেলস, চ্যানেল সল্যুশনস বিজনেস ইউনিট টনি লিও।
এসময় আরো উপস্থিত ছিলেন গিগাবাইট এর সাউথ এশিয়া ডিরেক্টর সেলস শিভা ইয়াং, এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডেপুটি ম্যানেজার এলান সু এবং বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান।
গত অর্থবছরে বাংলাদেশ মার্কেটে ব্যবসায় সম্প্রসারনে বিশেষ ভূমিকা রাখায় এই পুরষ্কার দেয়া হয়েছে বলে জানান খাজা মো. আনাস খান।
The post গিগাবাইট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো স্মার্ট টেকনোলজিস first appeared on Techzoom.TV.

0 Comments