নকিয়া লুমিয়া একসময়ের জনপ্রিয় ফোন ছিল। লুমিয়া সিরিজে নকিয়া একাধিক ফিচার ফোন বাজারে আনে। যা তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা পায়। নব্বই দশকের জনপ্রিয় ফোন নকিয়া ৩২১০ মডেল রি-লঞ্চ করছে এইচএমডি গ্লোবাল। এই প্রতিষ্ঠানটির হাতে এখন নকিয়ার মালিকানা।
এই মডেলের নতুন নাম দিয়েছে এইচএমডি গ্লোবাল। নকিয়া লুমিয়া ৩২১০ মডেলের নয়া নাম এইচএমডি স্কাইলাইন। যার ডিজাইন অনেকটাই নকিয়া লুমিয়া ফোনের মতো থাকবে বলে শোনা যাচ্ছে। এই স্মার্টফোনে পাওয়া যাবে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। আর কী ফিচার্স থাকবে আসুন জেনে নেওয়া যাক।
মাইক্রোসফট ও নকিয়ার যুগলবন্দীর অন্যতম সেরা নিদর্শন ছিল নকিয়া লুমিয়া ৯২০। যেই ফোনের স্মৃতি এখনও জড়িয়ে গ্যাজেট-প্রেমীদের মনে। সেই নস্টালজিয়া ফেরাতে আসছে এইচএমডি স্কাইলাইন। কোম্পানির নতুন ফোনের ডিজাইন অনেকটাই লুমিয়ার মতো থাকবে বলে জানা গিয়েছে। এই ফোনে পাওয়া যাবে সেরা ক্যামেরা এবং ফিচার্স।
নকিয়া লুমিয়া ফোনের পুনর্জন্ম দিতে চলেছে এইচএমডি স্কাইলাইনে। ইতিমধ্যে ফোনের ফিচার্স ও ডিজাইন ফাঁস হয়ে গিয়েছে ইন্টারনেটে। এক্স প্ল্যাটফর্মে @smashx_60 নামের এক ইউজার এই ফোনের ছবি পোস্ট করেছেন।
এইচএমডি যে নতুন ফোন আনতে চলেছে তাতে যে নকিয়া লুমিয়ার মতো ডিজাইন থাকবে, তা শুনে অনেকেই উচ্ছ্বসিত। এই ফোন বহু মানুষের পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে পারে।
মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম দিয়ে চলত নকিয়া লুমিয়া। ফোনের ইন্টারফেস ও ডিজাইন বাকি অ্যানড্রয়েড ফোনের থেকে ছিল অনেক আলাদা। যে কারণে বেশ নজর কাড়ত ফোনটি। কিন্তু, সময়ের সঙ্গে নকিয়া লুমিয়ার চাহিদা কমতে থাকায়, তার বিক্রি বন্ধ করে দেয় সংস্থা। ফাঁস হওয়া একাধিক রিপোর্টে ফোনের বেশ কিছু ফিচার্স সম্পর্কে আগাম আভাস পাওয়া গিয়েছে।
এতে ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং ওলিড প্যানেল থাকবে বলে শোনা যাচ্ছে। মিলতে পারে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। মাল্টি-টাস্কিংয়ের জন্য পাবেন হাই-স্পিড প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেনারেশন টু। এতে পাওয়া যেতে পারে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ব্যাক প্যানেলে থাকতে পারে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ।
স্মার্টফোনে মিলবে ৪৯০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং। এতে লেটেস্ট অ্যানড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম থাকতে পারে। পরবর্তী অপারেটিং সিস্টেমগুলো আপডেট করা যাবে ফোনে। যদিও কত ইঞ্চি ডিসপ্লে, কেমন স্টোরেজ ক্যাপাসিটি থাকবে সেই সব কিছু এখনও জানা যায়নি।
টেক রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যেই ফোনের আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে কোম্পানিটি। তখনই জানা যাবে দাম এবং ফিচার্স।
The post নকিয়া লুমিয়ার নস্টালজিয়া ফেরাতে এইচএমডি গ্লোবাল আনছে স্কাইলাইন first appeared on Techzoom.TV.
0 Comments