আপাতত বন্ধই থাকছে ফেসবুক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, রবি বা সোমবারের মধ্যে দেশজুড়ে মোবাইল ইন্টারনেট চালু করা হলেও ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। আপাতত এসব নেট মাধ্যম বন্ধই থাকছে।

আজ ২৪ জুলাই (বুধবার ) বিকালে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে ঢাকায় পরীক্ষামূলক ইন্টারনেট চালু সংক্রান্ত বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

এ সময় পলক বলেন, আজ (বুধবার) রাতের মধ্যেই বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে।

প্রতিমন্ত্রী বলেন, রবি বা সোমবারের মধ্যে দেশে মোবাইল ইন্টারনেট চালু হবে।

মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে পলক জানান, রবি বা সোমবারের মধ্যেই মোবাইল ইন্টারনেট চালু করা হবে।

পলক বলেন, সন্ত্রাসী হামলায় মহাখালীর ক্ষতিগ্রস্থ ডাটা সেন্টার মেরামত করে, পুনঃস্থাপন করে আবার ইন্টারনেট সংযোগ দেওয়ার চেষ্টা করেছি। আমরা আশা করছি আজকে রাতের মধ্যেই পরিকল্পিতভাবে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করতে পারব।

পলক আরও বলেন, কালকে ওয়ার্কিং ডে। কাল সারাদিন পর্যবেক্ষণ করে এটাকে (ইন্টারনেট) কীভাবে স্থায়ীভাবে সচল রাখতে পারি তার জন্য সার্বিক প্রচেষ্টা আমরা চালাচ্ছি।

The post আপাতত বন্ধই থাকছে ফেসবুক first appeared on Techzoom.TV.

Post a Comment

0 Comments