টানা পাঁচ দিন বন্ধ থাকার পর দেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে। দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় ১৯ জুলাই থেকে টেকজুম ডটটিভিতে আমরা কোনো লেখা প্রকাশ করতে পারিনি। এ কারণে দেশ-বিদেশের পাঠকেরা অনলাইনে কোনো ধরনের লেখা বা সংবাদ পড়তে পারেননি। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ইন্টারনেট বন্ধ থাকায় ভিডিও প্রকাশ করা সম্ভব হয়নি।
সরকারের নির্দেশে সীমিত আকারে ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে। ফলে এখন থেকে আমরা নিয়মিতভাবে সর্বশেষ সংবাদসহ নানা ধরনের লেখা ও ছবি প্রকাশ করব।
টানা পাঁচ দিন বন্ধ থাকার পর দেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে। তবে শুরুতে সবাই ইন্টারনেট পাচ্ছেন না; জরুরি সেবা, আর্থিক ও ব্যবসাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমসহ কিছু খাতকে প্রাধান্য দিয়ে ইন্টারনেট চালু হচ্ছে।
সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ ও তথ্য পেতে আশা করি পাঠকেরা টেকজুম ডটটিভির সঙ্গেই থাকবেন।
The post first appeared on Techzoom.TV.
0 Comments