৩৮ ঘণ্টার প্লে-টাইমে রেডমি বাডস সিক্স লাইট উন্মোচন

চীনা ব্র্যান্ড শাওমি বিশ্বের নির্দিষ্ট কিছু বাজারে রেডমি বাডস সিক্স লাইট উন্মোচন করেছে, যা কোম্পানিটির বাজেট ফ্রেন্ডলি ট্রু ওয়্যারলেস স্টেরিও (টিডব্লিউএস) সিরিজের সর্বশেষ সংযোজন।

রেডমি হলো শাওমির সাব-ব্র্যান্ড। টিডব্লিউএসটিতে থাকছে ৪০ ডেসিবল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি) সুবিধা। পাশাপাশি কথা বলার জন্য থাকছে ১২ দশমিক ৪ মিলিমিটারের টাইটানিয়াম ড্রাইভার ও দুটি মাইক। কেসসহ ব্যাটারি ব্যাকআপ থাকছে ৩৮ ঘণ্টার প্লে-টাইম। একবার চার্জে ইয়ারবাডস থেকে ৭ ঘণ্টার ব্যাকআপ পাওয়া যাবে বলে কোম্পানিটি দাবি করেছে। কারণ বাডসে ৪৫ এমএএইচ ও কেসে ৪৮০ এমএএইচের ব্যাটারি দেয়া হয়েছে।

রেডমি বাডস সিক্স লাইট ইন-ইয়ার ডিজাইনে তৈরি করা হয়েছে। এর সঙ্গে থাকছে পরিবর্তনযোগ্য সিলিকনের টিপ। এতে দীর্ঘ সময় ব্যবহার করলেও আরামদায়ক অভিজ্ঞতা পাওয়া যাবে। প্রতিটি ইয়ারবাডের ওজন ৪ দশমিক ২ গ্রাম এবং কেসসহ ওজন ৪৭ গ্রাম। ভিন্ন সাউন্ড অভিজ্ঞতার জন্য থাকছে চারটি প্রিসেট। তবে অ্যাপ ব্যবহার করে ইকুয়ালাইজারসহ অন্যান্য ফিচার পরিবর্তন করা যাবে।

রেডমি বাডস সিক্স লাইট ন্যূনতম ব্লুটুথ ৫ দশমিক ৩ সমর্থন করে। যুক্তরাজ্যের বাজারে টিডব্লিউএসটির ১৪ দশমিক ৯৯ পাউন্ড এবং পাওয়া যাচ্ছে সাদা, কালো ও নীল রঙে। খবর গিজমোচায়না ও ছবি শাওমি।

The post ৩৮ ঘণ্টার প্লে-টাইমে রেডমি বাডস সিক্স লাইট উন্মোচন appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments