স্ন্যাপড্রাগন এক্স সিরিজের নতুন মডেল আসছে চলতি মাসে

সেমিকন্ডাক্টর ও টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট উৎপাদনে সুপরিচিত কোম্পানি কোয়ালকম তাদের স্ন্যাপড্রাগন এক্স সিরিজকে নতুন একটি মডেলের মাধ্যমে উন্নত করতে যাচ্ছে। এটি বিশেষভাবে কম্পিউটার মার্কেটের জন্য ডিজাইন করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। তারা ঘোষণা করেছে, ৯ সেপ্টেম্বর আইএফএ ২০২৪ কনফারেন্সে নতুন মডেলটি উন্মোচন করা হবে, যার নাম হতে পারে স্ন্যাপড্রাগন এক্স প্লাস।

স্ন্যাপড্রাগনের নতুন চিপটিতে আটটি এআরএমভিত্তিক সিপিইউ কোর থাকবে বলে আশা করছেন বিশ্লেষকরা। এটি এন্ট্রি-লেভেলের গেমিং ল্যাপটপের জন্য ডিজাইন করা হয়েছে, যা ভালো পারফরম্যান্স দেবে ও একই সঙ্গে সাশ্রয়ী হবে।

প্রযুক্তি সংশ্লিষ্ট একাধিক সূত্রের মতে, এ চিপ ব্যবহার করা প্রথম ল্যাপটপগুলো প্রায় ৭০০ ডালার (৮০ হাজার টাকার বেশি) দামে পাওয়া যেতে পারে, যা বাজেট সচেতন গেমারদের জন্য আরো সহজলভ্য হবে।

এছাড়া চিপটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট কাজ পরিচালনা করতে সক্ষম। এতে অন্যান্য স্ন্যাপড্রাগন চিপগুলোর মতোই ৪৫ টিওপিএস (ট্রিলিয়ন অপারেশনস পার সেকেন্ড) এআই প্রসেসিং সক্ষমতা রয়েছে। এর মানে হলো এটি রিয়েল টাইম চিত্র প্রক্রিয়াকরণ, ভয়েস রিকগনিশন ও অন্যান্য মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনগুলো দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারবে।

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, চিপটি একসঙ্গে তিনটি হাই রেজল্যুশনের স্ত্রিন পরিচালনা করতে পারবে। যাদের একাধিক মনিটর সেটআপের প্রয়োজন, এ বৈশিষ্ট্য তাদের জন্য উপকারী, যেমন একাধিক অ্যাপ্লিকেশন ম্যানেজ করা, গেমিংয়ের অভিজ্ঞতা উন্নত অথবা বড় পর্দায় মিডিয়া ও বিনোদন উপভোগ করা।

কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্স পরিবারে বিভিন্ন মডেলের প্রসেসর রয়েছে। প্রতিটি মডেল বিভিন্ন স্তরের পারফরম্যান্স ও ব্যবহারের জন্য ডিজাইন করা, যেমন এন্ট্রি-লেভেল মডেল, এ মডেলগুলো বেসিক কম্পিউটিংয়ের জন্য ডিজাইন করা হয়েছে এবং বাজেটবান্ধব ডিভাইসে উপযুক্ত। মিড-রেঞ্জ মডেলগুলোয় পারফরম্যান্স ও খরচের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখা হয়। আর হাই-এন্ড মডেল বেশি চাহিদার অ্যাপ্লিকেশনগুলোর জন্য তৈরি, যেমন হাই পারফরম্যান্স গেমিং ও পেশাদারি কাজ।

The post স্ন্যাপড্রাগন এক্স সিরিজের নতুন মডেল আসছে চলতি মাসে appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments