ফোন ১০০% চার্জ হওয়ার পরও চার্জার না খুললে কী হয়?

ফোন ফুল চার্জ হওয়ার পরও অনেকেই চাজার থেকে খুলে রাখেন না। আপনিও যদি এই ভুলটি করে থাকেন তবে জেনে রাখুন স্মার্টফোনের বড় ক্ষতি করছেন। দীর্ঘদিন এই কাজটি করলে ফোনের ব্যাটারির কার্যক্ষমতা হারাবে।

অনেকেই বিশ্বাস করেন, স্মার্টফোন পুরোপুরি চার্জ করা উচিত, যাতে ফোনের ব্যাটারি দরকারের সময় শেষ না হয়। এছাড়াও আপনি অবশ্যই অনেকবার দেখেছেন যে অনেকে স্মার্টফোন চার্জে দিয়ে ভুলে যায়। ফলে ফোন ১০০% চার্জ হয়ে যায়। তার পরেও চার্জারের সঙ্গে সংযুক্ত থাকে। কিন্তু এটা করা উচিত নয় একেবারেই।

ফোন ১০০% চার্জ হওয়ার পরও চার্জারের সাথে সংযুক্ত রাখলে আপনার ফোনের ব্যাটারির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এতে ফোনের ব্যাটারিতে তাৎক্ষণিকভাবে কোনও প্রভাব হয়তো ফেলে না, তবে এটি ফোনের ব্যাটারির কর্মক্ষমতা নষ্ট করতে পারে।

সম্পূর্ণ চার্জ হওয়ার পরেও ফোনটি চার্জে রাখলে ব্যাটারির আয়ু কমে যেতে পারে। এছাড়া ফোনে অতিরিক্ত গরমের সমস্যাও হতে পারে। চার্জারের সঙ্গে দীর্ঘক্ষণ ফোন সংযুক্ত রাখলে তা গরম হতে পারে, যা ফোনের ব্যাটারি এবং অন্যান্য অংশের ক্ষতি করতে পারে।

প্রতিবার যখন আপনি আপনার ব্যাটারি সম্পূর্ণরূপে চার্জ করেন এবং তারপর সেটি ডিসচার্জ করেন, এটি একটি চক্রের মতো কাজ করে। অতিরিক্ত চক্র ব্যাটারির ক্ষমতা হ্রাস করতে পারে।

স্মার্টফোনের ব্যাটারি ৮০% পর্যন্ত চার্জ করার পরামর্শ দেওয়া হয়। এটি ব্যাটারি লাইফ ভালো রাখে। এছাড়াও, ফোনটি পুরোপুরি ডিসচার্জ হতে দেবেন না। যখন ব্যাটারি ২০% থাকে, তখন সেটি চার্জে রাখুন।

সারা রাত ফোন চার্জ করবেন না। এটি ফোনের ব্যাটারি লাইফের উপর খারাপ প্রভাব ফেলে। এছাড়াও ভালো মানের চার্জার ব্যবহার করুন। সর্বদা আপনার ফোনের সঙ্গে দেওয়া আসল চার্জার ব্যবহার করুন।

এছাড়াও মনে রাখবেন, ফোন গরম জায়গায় রেখে চার্জ দেবেন না। এছাড়াও ফোনটিকে সূর্যের আলোতে রেখে চার্জ করা থেকে বিরত থাকুন। এর ফলে ফোন গরম হতে পারে।

The post ফোন ১০০% চার্জ হওয়ার পরও চার্জার না খুললে কী হয়? appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments