ব্লুটুথ প্রযুক্তি কাজে লাগিয়ে এক স্মার্টফোন থেকে অন্য স্মার্টফোনে ফাইল বা ছবি আদান-প্রদান করেন অনেকেই। হেডফোন যুক্ত করে গানও শোনেন কেউ কেউ। এই ব্লুটুথ প্রযুক্তি কাজে লাগিয়ে চাইলেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনে ওয়াই–ফাই হাব তৈরি করে অন্য ফোনে ইন্টারনেট শেয়ার করা যায়। ব্লুটুথের মাধ্যমে এক ফোন থেকে অন্য ফোনে ইন্টারনেট শেয়ারের পদ্ধতি দেখে নেওয়া যাক।
স্মার্টফোনে ব্লুটুথের মাধ্যমে ইন্টারনেট শেয়ার করার জন্য প্রথমে সেটিংস অপশনে যেতে হবে। এরপর কানেকশনস নির্বাচন করে পরের পৃষ্ঠায় মোবাইল হটস্পট অ্যান্ড টেথারিং অপশনে ক্লিক করতে হবে।
এবার ব্লুটুথ টেথারিং অপশনের পাশে থাকা টগলটি চালু করে অন্য যে ফোনটিতে ইন্টারনেট শেয়ার করতে হবে, সেটির ব্লুটুথ অপশনে প্রবেশ করতে হবে।
এরপর অ্যাভেইলেবল ডিভাইস অপশন থেকে হটস্পট চালু করা ফোনের নাম নির্বাচন করে পেয়ার করতে হবে।
পেয়ার হয়ে গেলে ডিভাইসের নাম ট্যাপ করে পরের পৃষ্ঠায় থাকা ইন্টারনেট অ্যাকসেস টগলটি চালু করতে হবে।
The post ব্লুটুথের মাধ্যমে এক স্মার্টফোন থেকে অন্য স্মার্টফোনে ইন্টারনেট শেয়ার যেভাবে appeared first on Techzoom.TV.
0 Comments