৬০এমপি সেলফি ক্যামেরাসহ বিশ্ববাজারে নোভা ১৩ সিরিজ

বিশ্ববাজারে নোভা ১৩ স্মার্টফোন সিরিজ উন্মোচন করেছে চীনের টেক জায়ান্ট হুয়াওয়ে। ডিভাইসটি মোবাইল ফটোগ্রাফির অভিজ্ঞতা আরো উন্নত করবে বলে দাবি কোম্পানিটির। এ সিরিজে দুটি মডেল রয়েছে—নোভা ১৩ ও নোভা ১৩ প্রো। এ স্মার্টফোন সিরিজে শক্তিশালী হার্ডওয়্যার, উদ্ভাবনী সফটওয়্যার ও আকর্ষণীয় ডিজাইন পাবেন ব্যবহারকারীরা।

চীনের বাজারে অক্টোবরে লঞ্চ হয় নোভা ১৩ সিরিজ। নোভা ১৩ ও ১৩ প্রো মডেলের বৈশ্বিক সংস্করণ চীনা সংস্করণের মতোই উন্নত ফিচার ও প্রযুক্তি নিয়ে এসেছে।

হুয়াওয়ের তথ্যানুযায়ী, স্পষ্ট ও উজ্জ্বল সেলফি তোলার জন্য এ সিরিজে রয়েছে ৬০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড অটোফোকাস (এএফ) ফ্রন্ট ক্যামেরা। নোভা ১৩ প্রো মডেলে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্লোজআপ পোর্ট্রেট ক্যামেরা, যা পাঁচ গুণ পর্যন্ত ডিজিটাল জুম সমর্থন করে। প্রযুক্তিবিদদের মতে, এটি ক্লোজআপ পোর্ট্রেট ও ম্যাক্রো ফটোগ্রাফির জন্য সেরা একটি ডিভাইস।

এছাড়া এ মডেলে আছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনসহ (ওআইএস) ১২ মেগাপিক্সেল টেলিফটো পোর্ট্রেট ক্যামেরা। এতে উচ্চ মানের ব্যাকগ্রাউন্ড ব্লার ও ছবির মান নষ্ট না করেই জুম করার সুবিধা থাকছে। নোভা ১৩-এ রয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে। এ প্রযুক্তি ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ মসৃণ ভিজ্যুয়ালের অভিজ্ঞতা দেবে।

নোভা ১৩ প্রোতে রয়েছে ৬ দশমিক ৭৬ ইঞ্চি এলটিপিও ওএলইডি ডিসপ্লে। এটি ভালো পারফরম্যান্স ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রিফ্রেশ রেট ১ হার্টজ থেকে ১২০ হার্টজ পর্যন্ত সামঞ্জস্য করতে পারে। দুটি মডেলেই রয়েছে ৫০০০এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াটের সুপারচার্জ সাপোর্ট। ফোনগুলো তিনটি রঙে পাওয়া যাবে—লোডেন গ্রিন, হোয়াইট ও ব্ল্যাক।

উল্লেখ্য বিশ্বব্যাপী উন্মোচন হলেও সিরিজটি সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) লঞ্চ হবে ২০২৫ সালের জানুয়ারিতে। নোভা ১৩-এর দাম শুরু ৪৬২ ডলার (৫৫ হাজার টাকার বেশি) থেকে। ১৩ প্রোর বেজ মডেলের দাম প্রায় ৫৭৪ ডলার (প্রায় ৭০ হাজার টাকা) আর উচ্চতর মডেলের দাম প্রায় ৭৩১ ডলার।

The post ৬০এমপি সেলফি ক্যামেরাসহ বিশ্ববাজারে নোভা ১৩ সিরিজ appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments