চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান শাওমি রেডিমি সিরিজের নতুন ফোন এনেছে। যার মডেল রেডমি নোট ১৪। এটি একটি ৫জি ফোন। এই ফোনে দুর্দান্ত কিছু ফিচার রয়েছে। কিন্তু হ্যান্ডসেটটির দাম সাধ্যের মধ্যেই। জানুন এই ফোনের বাদবাকি সব ফিচার।
সম্প্রতি শাওমি ভারতে তাদের নতুন রেডমি নোট ১৪ সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছে। এই সিরিজের সবচেয়ে সস্তা এবং শক্তিশালী মডেল রেডমি নোট ১৪ ৫জি প্রথমবারের মতো মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০৫০ আল্ট্রা প্রসেসরের সঙ্গে বাজারে এসেছে। ফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২১০০ নিট পিক ব্রাইটনেস সহ ৬.৬৭-ইঞ্চির ফ্ল্যাট ওলইডি ডিসপ্লে রয়েছে। এতে আবার এআই ইরেজার, এআই ম্যাজিক স্কাই এবং এআই অ্যালবামের মতো আধুনিক ফিচারও অন্তর্ভুক্ত রয়েছে।
রেডমি নোট ১৫ ফোনটি তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে—টাইটান ব্ল্যাক, মিস্টিক হোয়াইট এবং ফ্যান্টম পার্পল।
ভারতে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভার্সনের দাম ১৯ হাজার রুপি। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভার্সনের দাম ২০ হাজার রুপি এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনের দাম ২২ হাজার রুপি।
রেডমি নোট ১৪ মডেলে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ফ্ল্যাট ওলইডি স্ক্রিন, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ২১০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটি মাত্র ৭.৯৯ এমএম পুরু। এই ফোনে পাবেন মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০২৫ আল্ট্রা চিপসেট। যা বিশ্বে প্রথমবার ব্যবহৃত হয়েছে। ঠান্ডা রাখার জন্য এতে রয়েছে ৭,৮২০.৫ এমএম স্কোয়ার গ্রাফাইট শিট। ফোনটিতে ৮ জিবি স্টোরেজ ভার্চুয়াল র্যাম হিসেবে ব্যবহার করা যাবে।
এই ফোন চলে অ্যানড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে। সঙ্গে আছে রেডমির নিজস্ব ইউজার ইন্টারফেস।
ফোনটিতে রয়েছে ৫০ এমপি ক্যামেরা সেন্সরসহ ওআইএস, ৮ এমপি আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২ এমপি ম্যাক্রো ক্যামেরা। সেলফির জন্য রয়েছে ২০ এমপি ফ্রন্ট ক্যামেরা। ৫১১০ এমএএইচ ব্যাটারির সঙ্গে এটি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি আইপি৬৪ ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্স রেটিং প্রাপ্ত।
The post শাওমি আনল নতুন রেডমি ফোন, দাম হাতের নাগালে appeared first on Techzoom.TV.

0 Comments