অনরের টিডব্লিউএস ইয়ারফোনে ৪০ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ

সম্প্রতি চীনের বাজারে উন্মুক্ত করা হয়েছে হুয়াওয়ের সাব-ব্র্যান্ড অনরের ট্রু ওয়্যারলেস স্টেরিও বা টিডব্লিউএস ইয়ারফোন ‘ইয়ারবাডস এক্সএইট’। ৪০ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপসহ গ্যাজেটটি থেকে উপভোগ করা যাবে দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি। যাতে থাকছে এআই সমর্থিত নয়েজ বা আশপাশের শব্দ কমানোর ফিচার।

অনর ইয়ারবাডস এক্সএইট তৈরি করা হয়েছে ইন-ইয়ার ডিজাইনে। অর্থাৎ নরম সিলিকন বা ফোমের টিপ ছাড়াই কানের সঙ্গে ভালোভাবে এঁটে থাকবে। এতে ব্যবহার করা হয়েছে ১০ মিলিমিটারের ডাইন্যামিক ড্রাইভার ইউনিট, যা গোল্ডেন ইয়ার সনদপ্রাপ্ত। এর মাধ্যমে একজন ব্যবহারকারী ইমারসিভ সাউন্ড অভিজ্ঞতা পাবেন। যার অর্থ গ্যাজেটটি থেকে বাস্তবিক ও চিত্তাকর্ষক অডিও উপভোগ করা যাবে। প্রতিটি বাডে টাচ কন্ট্রোল সুবিধা দেয়া হয়েছে। কোম্পানির দাবি, এআই সমর্থিত নয়েজ রিডাকশন প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারী আরো স্পষ্টভাবে কথা শুনতে পারবেন।

এক্সএইটে দেয়া হয়েছে চারটি সাউন্ড প্রোফাইল, যেগুলো অনর স্মার্ট স্পেস অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। এতে থাকছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি। পাশাপাশি গুগল ফাস্ট পেয়ার ও ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি ফিচারও দেয়া হয়েছে।

প্রতিটি বাডে ৪১ এমএএইচ (মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার) ও কেসে ৫১০ এমএএইচের ব্যাটারি দেয়া হয়েছে। ফলে শুধু বাড থেকে ৯ ঘণ্টাসহ সব মিলিয়ে ৪০ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপের দাবি করছে অনর। টিডব্লিউএস মাত্র ১০ মিনিট চার্জ দিয়ে ৩ ঘণ্টা ব্যবহার করা যাবে। প্রতিটি ইয়ারবাডের ওজন ৩.৮ গ্রাম ও কেসের ওজন ৩৩.৯ গ্রাম।

ইয়ারবাডসে থাকছে আইপি৫৪ রেটিং, অর্থাৎ ধুলোবালি ও পানির ঝাপটা থেকে সুরক্ষিত থাকবে। চীনের বাজারে ইয়ারবাডস এক্সএইটের দাম নির্ধারণ করা হয়েছে ২৯৯ ইউয়ান (প্রায় ৫ হাজার টাকা)। ২৪৯ ইউয়ানের বিশেষ দামে প্রি-অর্ডারগুলোর ডেলিভারি শুরু হয়েছে, পাওয়া যাবে সোনালি ও বেগুনি রঙে।

The post অনরের টিডব্লিউএস ইয়ারফোনে ৪০ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments