বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উপলক্ষে মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ লিমিটেড (টিবিএল) দুটি বিশেষ ডাটা প্যাকেজ চালু করেছে। প্যাকেজ দুটির নাম দেওয়া হয়েছে ‘তারুণ’ ও ‘অদম্য’।
সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকায় নিজ বাসভবনে এ দুটি বিশেষ ডাটা প্যাকেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
এসময় ডাক, টেলিযোগাযোগ বিভাগের সচিব ও টেলিটক পরিচালনা পর্ষদ সভার চেয়ারম্যান ড. মো. মুশফিকুর রহমান, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী এবং টেলিটকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টেলিটক জানিয়েছে, ‘তারুণ্য’ প্যাকেজে রয়েছে ৯৭ টাকায় ৭ জিবি ডাটা, যার মেয়াদ ৩০ দিন। অন্যদিকে ‘অদম্য’ প্যাকেজে রয়েছে ২৮৩ টাকায় ৩০ জিবি ডাটা, যার মেয়াদ ৫০ দিন।
The post বিপিএল উপলক্ষে টেলিটকের বিশেষ ডাটা প্যাকেজ চালু appeared first on Techzoom.TV.
0 Comments