এবার ৫৯০০০ ভারতীয়র হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক, নেপথ্যে যে কারণ

ভারতে সন্দেহজনক ৫৯ হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং ১ হাজার ৭০০ স্কাইপে আইডি ব্লক করে দিয়েছেন দেশটির কর্তৃপক্ষ। সম্প্রতি দেশটিতে সাইবার অপরাধের ‘ডিজিটাল অ্যারেস্টে’ নিয়ে আতঙ্ক তৈরির পর এই সিদ্ধান্ত নিলো ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, একইসঙ্গে ‘ডিজিটাল অ্যারেস্ট’ নিয়ে সচেতনতার জন্য কর্মসূচি হাতে নেয়ারও পরিকল্পনা করছে তারা। এক লিখিত প্রশ্নের জবাবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ডিজিটাল অ্যারেস্ট’ থামাতে সচেতনতামূলক প্রচারপ্রচারণা চালানো হবে।

ডিজিটাল অ্যারেস্ট নিয়ে বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। দাবি করা হয়, গত ১০ মাসে এই প্রতারণার শিকার হয়ে ২ হাজার ১৪০ কোটি টাকা হারিয়েছে সাধারণ মানুষ। থাইল্যান্ড, হংকং, লাওসের মতো একাধিক দেশ থেকে ভারতে এই ডিজিটাল প্রতারণা করা হচ্ছে।

ইডি এ মামলার তদন্তে প্রায় ১৫৯ কোটি টাকার সন্ধান পেয়েছে। যার পুরোটাই ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে প্রতারণা করা হয়েছে। এরইমধ্যে প্রতারণা চক্রের অনেককে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে ১১৫তম ‘মন কি বাত’ রেডিও অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, যেভাবে ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেয়া হচ্ছে তা বিপজ্জনক। এ ধরনের ঘটনায় অযথা ভয় না পেয়ে মাথা ঠান্ডা রেখে ফোনকল রেকর্ড করার পরামর্শ দেন মোদি।

The post এবার ৫৯০০০ ভারতীয়র হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক, নেপথ্যে যে কারণ appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments