অনরের নতুন ফ্ল্যাগশিপ ফোনে থাকছে উন্নত পেরিস্কোপ ক্যামেরা

নতুন ফ্ল্যাগশিপ ফোন উন্মোচন করতে যাচ্ছে চীনা প্রযুক্তি কোম্পানি অনর। পোরশে ডিজাইনের ম্যাজিক৭ আরএসআর মডেলের ফোনটি অত্যাধুনিক ও নতুন ধরনের ক্যামেরা অভিজ্ঞতা দেবে বলে দাবি কোম্পানিটির।

উইবো প্রোফাইলে ফোনটির কিছু ফিচার শেয়ার করেছে রিয়েলমি। সেখানে এর উন্নত পেরিস্কোপ ক্যামেরার বিষয়ে গুরুত্ব দেয়া হয়। শক্তিশালী ২০০ মেগাপিক্সেল ক্যামেরা মডিউলসহ নতুন স্মার্টফোনটি আজ উন্মোচন হতে পারে বলে জানিয়েছে অনর ।

 

The post অনরের নতুন ফ্ল্যাগশিপ ফোনে থাকছে উন্নত পেরিস্কোপ ক্যামেরা appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments