স্মার্টফোন সরবরাহে শীর্ষে ভিভো

২০২৪ সালে ভারতের স্মার্টফোন বাজারে ৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, বছরে মোট ১৫৫.৯ মিলিয়ন ইউনিট স্মার্টফোন সরবরাহ হয়েছে।

ক্যানালিসের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৪ সালে মোট ২৯.৫ মিলিয়ন ইউনিট এবং ১৯% বাজার শেয়ার নিয়ে ভারতে সরবরাহের দিক থেকে শীর্ষস্থানে ছিলো ভিভো।

দ্বিতীয় স্থানে ছিলো শাওমি (পোকোসহ), ২৬.৬ মিলিয়ন ইউনিট এবং ১৭% বাজার শেয়ার নিয়ে। এছাড়া ২৫.৭ মিলিয়ন ইউনিট এবং ১৬% বাজার শেয়ার নিয়ে তৃতীয় স্থানে ছিলো স্যামসাং।

অপো (ওয়ানপ্লাসসহ) ১৮.৩ মিলিয়ন ইউনিট সরবরাহ করেছে এবং ১২% বাজার শেয়ার অর্জন করেছে, আর রিয়েলমি ১৬.৬ মিলিয়ন ইউনিট সরবরাহ করে ১১% শেয়ার নিয়ে পঞ্চম স্থানে ছিলো।

বিশ্লেষকদের মতে, মহামারির পর ডিভাইস আপগ্রেড ও ৫জি আপগ্রেডের কারণে ক্রেতারা নতুন ডিভাইস কেনার দিকে ঝুঁকেছে। তবে উৎসব মৌসুমে অতিরিক্ত স্টক জমে যাওয়ায় বছরের শেষে বড় ধরনের ছাড় দিতে হয়েছে।

২০২৪ সালের শেষ ত্রৈমাসিকে বিক্রিতে ৪% বার্ষিক হ্রাস দেখা গেছে। এই সময় ৪ মিলিয়ন ইউনিট সরবরাহ ও ১১% বাজার শেয়ার নিয়ে অপোর সঙ্গে সমান অবস্থানে ছিলো অ্যাপল। উৎসবের সময় প্রচার ও ছাড় এবং আইফোনের নতুন সংস্করণ এই প্রবৃদ্ধির পেছনে কাজ করেছে।

ক্যানালিসের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে বাজারে একক অংকের প্রবৃদ্ধি হবে। ১০০ থেকে ২০০ ডলার দামের ডিভাইসের চাহিদা বেশি থাকবে, তবে ১০০ ডলারের নিচে এবং প্রিমিয়াম সেগমেন্টে চাহিদা কম থাকবে।

The post স্মার্টফোন সরবরাহে শীর্ষে ভিভো appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments