ওয়ানপ্লাস ১৩ ও ১৩আর স্মার্টফোন মডেল দুটির মাধ্যমে সম্প্রতি প্রযুক্তি বিশ্বে ব্যাপক সাড়া ফেলেছে চীনা প্রতিষ্ঠানটি। সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রাখতে ‘ওয়ানপ্লাস ওয়াচ থ্রি’ নামে নতুন স্মার্টওয়াচ বাজারে আনতে চলেছে কোম্পানিটি।
ওয়ানপ্লাস বলছে, উন্নত ব্যাটারি লাইফ, নতুন ডিজাইন ও আধুনিক ফিচার নিয়ে আগামী সপ্তাহে উন্মোচন হবে ওয়ানপ্লাস ওয়াচ থ্রি। ওয়্যারেবলের বাজারে শক্ত অবস্থান তৈরি করাই এর লক্ষ্য বলে ধারণা করছেন প্রযুক্তিসংশ্লিষ্টরা।
কোম্পানির ভাষ্যানুযায়ী, ওয়ানপ্লাস ওয়াচ থ্রির অন্যতম সেরা ফিচার হলো এর শক্তিশালী ব্যাটারি লাইফ। স্মার্ট মোডে ঘড়িটি একবার চার্জে ১২০ ঘণ্টা (পাঁচদিন) চলতে পারে। অন্যদিকে এর আগের সংস্করণ ওয়ানপ্লাস টুয়ের ব্যাটারি ব্যাকআপ ছিল ১০০ ঘণ্টা। নতুন ডিভাইসটি পাওয়ার-সেভিং মোডে ব্যবহার করলে একবার চার্জে ১৬ দিন পর্যন্ত চলবে। যারা বারবার চার্জ দিতে চান না, তাদের জন্য এটি একটি আদর্শ স্মার্টওয়াচ হবে দাবি ওয়ানপ্লাসের।
উল্লেখ্য, গত বছর মার্চে সেকেন্ড জেনারেশন স্মার্টওয়াচ ওয়ান প্লাস টু বাজারে আনে চীনা প্রযুক্তি কোম্পানিটি।
The post ওয়ানপ্লাসের নতুন ওয়াচে পাঁচদিনের ব্যাটারি লাইফ appeared first on Techzoom.TV.
0 Comments