ডিভাইসের এআই অ্যাসিস্ট্যান্টকে আরো উন্নত করতে এরই মধ্যে চীনা এআই মডেল ডিপসিকের সঙ্গে কাজ করছে হুয়াওয়ে, অনার ও অপো। এবার এ তালিকায় যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে চীনা কোম্পানি নুবিয়া। নিজেদের নুবিয়া জি৭০ আলট্রা স্মার্টফোনে ডিপসিক ব্যবহারের কথা জানিয়েছে তারা।
চীনা এআই মডেল ডিপসিক উত্থান প্রযুক্তি দুনিয়াকে ব্যাপকভাবে নাড়া দিয়েছে। এটি মার্কিন কোম্পানি ওপেনএআইয়ের এআই মডেল জিপিটি-ফোর ওয়ের তুলনায় কোনো কোনো মানদণ্ডে ভালো স্কোর করেছে। তাছাড়া ডিসসিক ওপেন সোর্স, অর্থাৎ যে কেউ এটি ব্যবহার করতে পারে। এমন সাফল্যে স্মার্টফোন কোম্পানিগুলো নিজেদের ডিভাইসে ডিপসিক ব্যবহার করতে চাইছে।
নুবিয়ার প্রেসিডেন্ট নি ফেই জানান, তাদের ফোনের ইউজার ইন্টারফেসে ডিপসিক আরো গভীরভাবে সংযোজন করা হবে। নুবিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ওপর জোর দিচ্ছে। ডিপসিকের সঙ্গে কাজ করা তাদের জন্য বড় পদক্ষেপ হতে যাচ্ছে।
অন্যান্য প্রতিষ্ঠান ডিপসিক ব্যবহার করছে শুধু এআই অ্যাসিস্ট্যান্টকে শক্তিশালী করতে। তবে নুবিয়া এটি ডিভাইসের পুরো সিস্টেমের মধ্যে সংযুক্ত করতে চাইছে। প্রতিবেদনে বলা হয়েছে, নুবিয়া নিজেদের ডিভাইসে ডিপসিকের পুরো ৬৭ হাজার ১০০ কোটি প্যারামিটার ব্যবহার করবে।
নুবিয়ার পরিকল্পনা অনুযায়ী, ডিপসিককে ফোনের হার্ডওয়্যারের মাধ্যমে সরাসরি চালানো হবে। ফলে ইন্টারনেট সংযোগ ছাড়াই কাজ করা যাবে এবং ব্যবহারকারীর তথ্য আরো নিরাপদ থাকবে।
The post জি৭০ আলট্রায় ডিপসিক ব্যবহার করবে নুবিয়া appeared first on Techzoom.TV.
0 Comments