অত্যাধুনিক ফিচারের এই স্মার্টওয়াচের দাম মাত্র ১২০০

অত্যাধুনিক ফিচারে সাশ্রয়ী দামে নতুন স্মার্টওয়াচ এলো। যার মডেল বোল্ট ড্রিফট ম্যাক্স। অসংখ্য হেলথ ফিচারের সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। এর পাশাপাশি ইউজাররা পাবেন অসংখ্য বেশি ওয়াচ ফেসের সাপোর্ট।

লুটুথ কলিং ফিচারের সাপোর্ট রয়েছে এই ডিভাইসে। ফোনের সঙ্গে স্মার্টওয়াচ সংযুক্ত থাকলেই হবে সমাধান। ফোন এলে আর কষ্ট করে পকেট কিংবা ব্যাগ থেকে ফোন বের করে রাস্তাঘাটে কানে ধরতে হবে না। সরাসরি কব্জিতে থাকা স্মার্টওয়াচের সাহায্যেই চট করে ফোনকল সেরে নিতে পারবেন ইউজার।

এখানেই শেষ নয়। অসংখ্য হেলথ ফিচারের সাপোর্ট রয়েছে বোল্ট ড্রিফট ম্যাক্স স্মার্টওয়াচে। ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেল, ব্লাড প্রেশার, হার্ট রেট সবই পরিমাপের ট্র্যাকিং ফিচার রয়েছে এই ডিভাইসে। এর পাশাপাশি বিশেষ করে নারীদের জন্য এই স্মার্টওয়াচে রয়েছে ফিমেল হেলথ ট্র্যাকিং ফিচারের সাপোর্ট। পানি এবং ধুলায় সহজে নষ্ট হবে না ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট এই স্মার্টওয়াচ।

ডিভাইসটিতে শতাধিক স্পোর্টস মোড এবং একগুচ্ছ ফিটনেস ট্র্যাকিং ফিচারের সাপোর্ট রয়েছে। এর পাশাপাশি ইউজাররা পাবেন ২৫০-এর বেশি ওয়াচ ফেসের সাপোর্ট।

ভারতে এই স্মার্টওয়াচের দাম ১২০০ রুপি। সাধ্যের মধ্যেই কেনা যাবে এই ঝাঁ-চকচকে নতুন স্মার্টওয়াচ।

এই স্মার্টওয়াচে ২.০১ ইঞ্চির এইচডি ডিসপ্লে পাবেন ইউজাররা। আয়তাকার ডিসপ্লে রয়েছে এই স্মার্টওয়াচে। এর পাশে রয়েছে রোটেটিং ক্রাউন যা নেভিগেশনের কাজ করবে।

ব্লুটুথ কলিং ফিচারের সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও রয়েছে ইন-বিল্ট স্পিকার এবং মাইক্রোফোন। ১২০-এর বেশি স্পোর্টস মোড যেমন- রানিং, সাইক্লিং, যোগাসন, বাস্কেটবল- এইসব ফিচারের সাপোর্ট রয়েছে।

এই স্মার্টওয়াচের সাহায্যে ব্লাড অক্সিজেন লেভেল, ২৪x৭ হার্ট রেট, ব্লাড প্রেশার, স্লিপিং সাইকেল, ক্যালোরি- একজন মানুষের শরীরের এই সমস্ত খুঁটিনাটি বিষয়ে নজর রাখা যাবে। এছাড়াও রয়েছে মেন্সট্রুয়াল হেলথ ট্র্যাকিং ফিচার।

ইউজারের কখন জল খাওয়া প্রয়োজন তাও বলে দেবে এই স্মার্টওয়াচ। দীর্ঘক্ষণ বসে থাকলে নড়াচড়া করার সেডেন্টারি রিমাইন্ডারও দেবে।

The post অত্যাধুনিক ফিচারের এই স্মার্টওয়াচের দাম মাত্র ১২০০ appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments