‘বানান ভুলে’ ওয়ানপ্লাসের স্মার্টওয়াচ উন্মোচন স্থগিত

লেখক ও বহুজাতিক ইলেকট্রনিকস কোম্পানিগুলোর মধ্যে একটি মিল রয়েছে। সেটা হলো, উভয়েরই ভালো সম্পাদক প্রয়োজন। যদি সেটা সম্ভব না হয়, অন্তত একজন ভালো বানান পরীক্ষক (স্পেল-চেকার) তো থাকা দরকার। কিন্তু দুর্ভাগ্যবশত ওয়ানপ্লাস তাদের স্মার্টওয়াচ থ্রির ক্ষেত্রে এ ধাপ হয়তো ভুলে গিয়েছিল। ফলে গত মঙ্গলবার স্থগিত করা হয়েছে এ ঘড়ির উদ্বোধন।

ওয়ানপ্লাস ওয়াচ থ্রির প্রথম সারির ক্রেতারা ৩৩০ ডলারের ঘড়িটির পেছনে টাইপিং মিসটেকের বিষয়টি খেয়াল করেছেন। যেখানে স্পষ্টভাবে লেখা ‘মেডা ইন চায়না।’ আর এ বিব্রতকর পরিস্থিতির কারণেই ঘড়িটির উন্মোচন পিছিয়ে গেছে। ডিভাইসটি কিনতে এখন এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া টিম শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মজার ছলে বিষয়টিকে উল্লেখ করে। তারা লেখে, ‘দুখিত! আমরা একটা ভুল করেছি (মেডা)। আপনাদের নতুন চকচকে ওয়ানপ্লাস ওয়াচ থ্রিতে একটি বানান ভুল হয়েছে।’

এরপর জানানো হয়, ওয়ানপ্লাস ওয়াচ থ্রির নতুন উন্মোচনের তারিখ এপ্রিলে। কোম্পানির অফিশিয়াল পেজে বর্তমানে ৯ এপ্রিল বিক্রির আনুমানিক তারিখ দেখানো হচ্ছে। এছাড়া যারা এরই মধ্যে ঘড়িটির ‘মেডা ইন চায়না’ সংস্করণটি অর্ডার করে ফেলেছেন তারা চাইলে এটি ব্যবহার করতে পারেন অথবা ফেরতও দিতে পারেন বলে জানায় চীনা কোম্পানিটি।

ওয়ানপ্লাস বলছে, ওয়াচ থ্রির পাওয়ার সেভার মোডে আনুমানিক ১৬ দিন, স্মার্ট মোডে পাঁচদিন ও ‘হ্যাভি ইউজার’ মোডে ৭২ ঘণ্টা পর্যন্ত চলতে পারে। ওয়্যার ওএস ঘড়িটিতে রয়েছে একটি নতুন টাইটানিয়াম বেজেল ও একটি স্যাফায়ার ক্রিস্টাল স্ক্রিন। প্রযুক্তিসংশ্লিষ্টরা বলছেন, সব মিলিয়ে নিঃসন্দেহে এটি একটি ভালো মানের ‘মেডা’ ডিভাইস বলেই মনে হচ্ছে।

 

The post ‘বানান ভুলে’ ওয়ানপ্লাসের স্মার্টওয়াচ উন্মোচন স্থগিত appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments