২০২৫ সালে ট্যাবলেট লাইনআপ প্রসারিত করতে চলেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। সে লক্ষ্যে একাধিক নতুন মডেল নিয়ে কাজ চলছে। এর মধ্যে সবচেয়ে প্রত্যাশিত হলো রেডমি ব্র্যান্ডের গেমিং ট্যাবলেট। ধারণা করা হচ্ছে, এটি ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে রেডমি কে৮০ আল্ট্রা স্মার্টফোনের সঙ্গে উন্মোচন করা হবে।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের তথ্যমতে, গেমিং ট্যাবলেটটি জুলাই বা আগস্টে উন্মোচন করা হতে পারে, যা আগের রেডমি ফ্ল্যাগশিপ লঞ্চের ধাঁচেই হবে। এর অফিশিয়াল নাম এখনো নিশ্চিত নয়। তবে বাজারসংশ্লিষ্টরা ধারণা করছেন, ট্যাবলেটটি ‘রেডমি প্যাড প্রো’-এর পরবর্তী সংস্করণ হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, আসন্ন গেমিং ট্যাবলেটটিতে ৮.৮ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকবে। এর উচ্চ রিফ্রেশ রেট গেমারদের মসৃণ ভিজুয়াল অভিজ্ঞতা দেবে। প্রসেসর হিসেবে ব্যবহার করা হবে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯৪০০ প্লাস, যা ডাইমেনসিটি ৯৪০০-এর উন্নত সংস্করণ। এটি ফ্ল্যাগশিপ স্তরের পারফরম্যান্স নিশ্চিত করবে।
অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে থাকবে উন্নত কম্পন অনুভূতির জন্য ডুয়াল এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর, সহজ সংযোগের জন্য ডুয়াল ইউএসবি-সি পোর্ট ও ভালো সাউন্ড অভিজ্ঞতার জন্য ডুয়াল স্পিকার।
রেডমির এ গেমিং ট্যাবলেটে থাকবে মেটাল ইউনিবডি ডিজাইন, যা একদিকে গ্যাজেটটির মজবুত কাঠামো নিশ্চিত করবে। অন্যদিকে হালকা ওজনের হওয়ায় দীর্ঘ সময় ধরে গেম খেললেও গেমারদের কোনো সমস্যা হবে না।
রেডমি কে৮০ আল্ট্রায়ও ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপ ব্যবহার করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতে ১.৫কে রেজল্যুশনের ওলেড ডিসপ্লে থাকবে। স্ক্রিনের নিচে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও মেটাল ফ্রেমের সঙ্গে ফোনটিতে ৭ হাজার এমএএইচের বেশি ব্যাটারি সংযুক্ত করা হবে। পাশাপাশি এটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে।
The post রেডমি ব্র্যান্ডের গেমিং ট্যাবলেট আনবে শাওমি appeared first on Techzoom.TV.
0 Comments