বৈশ্বিক টিভির বাজারে টানা ১৯ বছর ধরে শীর্ষে স্যামসাং ইলেকট্রনিকস

স্যামসাং ইলেকট্রনিকস টানা ১৯তম বছরের মত বৈশ্বিক টিভি বাজারে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে টিভির বাজারের ২৮.৩ শতাংশ ছিল দক্ষিণ কোরিয়া-ভিত্তিক এই প্রযুক্তি জায়ান্টের দখলে। নিজেদের প্রতিশ্রুতির অংশ হিসেবে টিভির ক্ষেত্রে প্রিমিয়াম ও আল্ট্রা-লার্জ স্ক্রিনে উদ্ভাবন নিয়ে আসা ও সর্বাধুনিক প্রযুক্তি যুক্ত করায় মনোনিবেশ করে স্যামসাং। যার ধারাবাহিকতায়, ২০০৬ সাল থেকে বিশ্বব্যাপী টিভির বাজারে টানা শীর্ষস্থান ধরে রাখতে পেরেছে প্রতিষ্ঠানটি।

নিজেদের অনন্য এ অর্জন নিয়ে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস ডিভিশনের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “ধারাবাহিকভাবে ১৯ বছর ধরে বৈশ্বিক টিভি বাজারে শীর্ষস্থান অর্জনের স্বীকৃতি অর্জন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের এ অর্জন গ্রাহকদের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ভবিষ্যতে টিভি শিল্পখাতের সম্ভাবনা উন্মোচনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

বৈশ্বিকভাবে প্রিমিয়াম টিভি সেগমেন্টে (আড়াই হাজার মার্কিন ডলারের অধিক মূল্যের) স্যামসাংয়ের বাজার হিস্যা ৪৯.৬ শতাংশ এবং আল্ট্রা-লার্জ ক্যাটাগরিতে (৭৫ ইঞ্চি ও তার অধিক) প্রতিষ্ঠানটির বাজার হিস্যা ২৮.৭ শতাংশ। স্যামসাং কিউএলইডি ও ওএলইডি সেগমেন্টেও তাদের নের্তৃস্থানীয় অবস্থান ধরে রেখেছে। কিউএলইডিতে তাদের বাজার হিস্যা ৪৬.৮ শতাংশ এবং ওএলইডিতে বাজার হিস্যা ২৭.৩ শতাংশ।

স্যামসাং ৮.৩৪ মিলিয়ন কিউএলইডি টিভি ইউনিট বিক্রি করেছে। উল্লেখ্য, কিউএলইডি টিভি প্রথমবারের মত মোট বৈশ্বিক টিভি বিক্রির ১০ শতাংশ অতিক্রম করেছে; এর মাধ্যমে এ সেগমেন্টে টিভি বিক্রির সংখ্যা উল্লেখভাবে বৃদ্ধি পেয়েছে। ওএলইডি সেগমেন্টে স্যামসাং ১.৪৪ মিলিয়ন ইউনিট টিভি বিক্রি করেছে। এর ফলে, বছরপ্রতি বিক্রির ক্ষেত্রে ৪২ শতাংশ এবং বাজার হিস্যার ক্ষেত্রে ৪.৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এটি ওএলইডি প্রযুক্তির প্রতি ক্রেতাদের আগ্রহেরই প্রমাণ। ওএলইডি ক্যাটাগরিতে স্যামসাংয়ের প্রযুক্তিগত উদ্ভাবনের কারণে ক্রেতাদের মধ্যে এ টিভি নিয়ে চাহিদা বৃদ্ধি পেয়েছে।

সিইএস ২০২৫-এ স্যামসাং এআই-সমর্থিত স্ক্রিন প্রযুক্তির ক্ষেত্রে তাদের যুগান্তকারী উদ্ভাবন ভিশন এআই প্রদর্শন করেছে। ভিশন এআই ব্যবহারকারীদের অভ্যাস ও পছন্দ বিশ্লেষণ করে ব্যক্তিনির্ভর বিশেষায়িত সেবা প্রদান করবে, যা ভবিষ্যতে বিনোদনের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তুলবে।

The post বৈশ্বিক টিভির বাজারে টানা ১৯ বছর ধরে শীর্ষে স্যামসাং ইলেকট্রনিকস appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments