কল ও মেসেজের মাধ্যমে সংঘটিত প্রতারণা ঠেকাতে নতুন এক সুবিধা চালু করেছে ট্রুকলার। ‘স্ক্যামফিড’ নামের এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরাই নিজেদের অভিজ্ঞতা বিনিময় করে অন্যদের আগেভাগেই সতর্ক করতে পারবেন।
ট্রুকলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নতুন এই সুবিধা এখন থেকে ভারতে ব্যবহার করা যাবে। পরবর্তী ধাপে এটি ধীরে ধীরে অন্যান্য দেশেও চালু করা হবে। স্ক্যামফিড ট্রুকলার অ্যাপের মধ্যেই পাওয়া যাবে। সুবিধাটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ব্যবহারকারীরাই হয়ে উঠবেন তথ্যের উৎস। কেউ চাইলে পরিচয় গোপন রেখেই স্ক্যামফিডে প্রতারণার তথ্য ভাগাভাগি করতে পারবেন। পোস্টের সঙ্গে ছবি, স্ক্রিনশট কিংবা ভিডিও যুক্ত করার সুযোগও থাকছে। এ ছাড়া অন্যদের পোস্টে মন্তব্য করা, প্রশ্ন রাখা ও প্রয়োজন হলে তা হোয়াটসঅ্যাপসহ অন্যান্য যোগাযোগমাধ্যমে শেয়ার করার ব্যবস্থাও রয়েছে।
ট্রুকলারের নিউ ইনিশিয়েটিভস বিভাগের প্রোডাক্ট ডিরেক্টর তন্ময় গোস্বামী বলেন, ‘প্রতারণা প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে তথ্য শেয়ার করা। স্ক্যামফিডের মাধ্যমে আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেখানে ব্যবহারকারীরা একে অপরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারবেন। এতে প্রতারকদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকা সম্ভব।’
ট্রুকলার বলছে, নতুন এই সুবিধার মাধ্যমে অ্যাপটি ধীরে ধীরে রিয়েলটাইম স্ক্যাম সতর্কতা প্ল্যাটফর্মে রূপ নিচ্ছে। ব্যবহারকারীরা কোনো অচেনা নম্বর থেকে কল পেলে স্ক্যামফিড ঘেঁটে দেখতে পারবেন, সেটি আগে কেউ রিপোর্ট করেছেন কি না। সেই সঙ্গে কী ধরনের প্রতারণা হয়েছে বা হতে পারে, তা–ও জানা যাবে। চলতি বছরের মার্চে ‘ম্যাক্স’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) ফিচার চালু করে ট্রুকলার। এটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য প্রিমিয়াম সংস্করণে উন্মুক্ত করা হয়েছে। ‘ম্যাক্স’ কেবল ব্যবহারকারীর সংরক্ষিত নম্বরের বাইরে থেকে আসা কলগুলো চিহ্নিত করে এবং প্রয়োজন হলে স্বয়ংক্রিয়ভাবে ব্লক করে দেয়।
২০০৯ সালে যাত্রা শুরু করে ট্রুকলার। শুরুতে আইফোনে কলার আইডি দেখানোর কোনো সুবিধা না থাকায় প্রতিষ্ঠানটি নিজস্ব পদ্ধতিতে স্প্যাম শনাক্তের ব্যবস্থা চালু করেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রুকলারের আইওএস বিভাগের প্রোডাক্ট ডিরেক্টর নকুল কবরা বলেন, ‘ব্যবহারকারীদের প্রত্যাশা ছিল স্প্যাম কল এলে সেটি যেন শনাক্ত কিংবা ব্লক করা হয়। আমরা সেই চাহিদা পূরণে নানা ধরনের প্রযুক্তিগত কৌশল প্রয়োগ করেছি।’
The post কল প্রতারণা রুখতে ট্রুকলারে স্ক্যামফিড–সুবিধা চালু appeared first on Techzoom.TV.
0 Comments