এক সময়ের জনপ্রিয় ভিডিও কলিং প্ল্যাটফর্ম স্কাইপ (Skype) শেষ পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। মাইক্রোসফট কর্তৃপক্ষ ঘোষণা করেছে, ধীরে ধীরে বন্ধ করে দেয়া হবে এই বহুল ব্যবহৃত অ্যাপ্লিকেশনটি, যা একসময় ব্যক্তিগত ও কর্পোরেট যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে উঠেছিল।
২০০৩ সালে চালু হওয়া স্কাইপ ছিল প্রথম দিকের ভয়েস ও ভিডিও কলিং প্ল্যাটফর্ম, যেটি ব্যবহার করতেন বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ। ২০১১ সালে মাইক্রোসফট ৮.৫ বিলিয়ন ডলারে স্কাইপ কিনে নিলে, এটি আরও বিস্তৃত ব্যবহারকারীর দখলে চলে আসে।
তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে প্রযুক্তির ভাষা, এসেছে জুম, গুগল মিট, টিমসসহ নানা প্ল্যাটফর্ম। আর এতেই ক্রমেই পিছিয়ে পড়ে স্কাইপ।
মাইক্রোসফট কী বলছে?
মাইক্রোসফট জানিয়েছে, স্কাইপ এখনো কিছু দেশে সচল থাকলেও ধীরে ধীরে এর সব কার্যক্রম মাইক্রোসফট টিমস (Microsoft Teams)-এ স্থানান্তর করা হবে। প্রতিষ্ঠানটি বলছে, “আমরা স্কাইপের উত্তরসূরি হিসেবে আরও আধুনিক, নিরাপদ এবং কর্পোরেট ফিচারে সমৃদ্ধ টিমসকে সামনে আনছি।”
ব্যবহারকারীর সংখ্যা কমছেই
একসময় যেখানে স্কাইপের মাসিক ব্যবহারকারী ছিল ৩০ কোটির বেশি, সেখানে বর্তমানে তা নেমে এসেছে ১০ কোটির নিচে। বিশেষজ্ঞরা বলছেন, টিমস ও জুমের জনপ্রিয়তার কারণেই স্কাইপ হারাতে থাকে বাজার।
স্কাইপ বন্ধ নিয়ে যা জানা গেছে:
| বিষয় | তথ্য | 
|---|---|
| চালু হয় | আগস্ট ২০০৩ | 
| কিনে নেয় | মাইক্রোসফট, ২০১১ | 
| বন্ধ হওয়ার ঘোষণা | ২০২৫ সালের মধ্যেই ধাপে ধাপে | 
| বিকল্প প্ল্যাটফর্ম | Microsoft Teams | 
The post দু’দশকের পথচলার পর বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ appeared first on Techzoom.TV.
 
 
 

0 Comments