চবিতে পরীক্ষামূলকভাবে ই-কার সেবা চালু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শিক্ষার্থী আগতদের জন্য পরিবেশবান্ধব এবং আধুনিক যাত্রীসেবা নিশ্চিত করতে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ইলেকট্রিক কার (ই-কার)।

মঙ্গলবার (১৩ মে) থেকে আগামী দুইদিন ক্যাম্পাসজুড়ে ৪টি ই-কার চলাচল করবে বলে জানিয়েছেন চবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

তিনি বলেন, “আজ থেকে দুইদিন ই-কারগুলো পরীক্ষামূলকভাবে চলবে। যদি এটি সফল হয়, তাহলে আগামী জুন মাস থেকে ২০টি ই-কার দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রীসেবা চালু করা হবে।”

ড. কামাল আরও জানান, ই-কারগুলো মঙ্গলবারই ঢাকার একটি প্রতিষ্ঠান থেকে ক্যাম্পাসে আনা হয়েছে। এর সুষ্ঠু ব্যবহার কার্যকারিতা দেখে শিক্ষার্থীরাই সিদ্ধান্ত নেবে তারা এই সেবা চান কিনা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ই-কার চালু হলে চবি ক্যাম্পাসে পরিবেশ দূষণ কমবে এবং অভ্যন্তরীণ যাতায়াত আরও সহজ আরামদায়ক হবে। পরীক্ষামূলক চলাচলের সময় শিক্ষার্থী, শিক্ষক কর্মচারীদের মতামত নেয়া হবে বলেও জানানো হয়।

The post চবিতে পরীক্ষামূলকভাবে ই-কার সেবা চালু appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments