নাথিংয়ের প্রথম ওভার-ইয়ার হেডফোনের ছবি ফাঁস

যুক্তরাজ্যভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান নাথিং তাদের প্রথম ওভার-ইয়ার হেডফোন ‘হেডফোন ১’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করতে যাচ্ছে আগামী ১ জুলাই। তবে উন্মোচনের আগেই অনলাইনে ফাঁস হয়েছে হেডফোনটির বেশ কিছু ছবি। খবর এনগ্যাজেট।

ইনস্টাগ্রামে ‘নাথিং ফ্যান ব্লগ’ কর্তৃক প্রকাশিত ছবিগুলোতে হেডফোনটির স্বচ্ছ ডিজাইন দেখা গেছে, যা দেখতে অনেকটা ক্যাসেট প্লেয়ারের মতো।

ছবিতে কালো-ধূসর ও সাদা-রূপালী দুইটি রঙে ডিভাইসটি দেখা গেছে। এতে অন্তত তিনটি বাটন রয়েছে বলে মনে হচ্ছে— দুটি বাম ইয়ারকাপে এবং একটি ওপরে। নিচের দিকে একটি তার সংযুক্ত থাকায় ধারণা করা হচ্ছে, এতে ৩.৫ মিমি অডিও জ্যাক থাকবে।

এটি নাথিংয়ের পূর্ববর্তী স্মার্টফোন ‘৩এ প্রো’-এর ধারাবাহিকতায় বাজারে আসছে। নাথিংয়ের সিইও কার্ল পেই নিশ্চিত করেছেন, একই দিন ব্র্যান্ডটির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘ফোন ৩’-ও উন্মোচিত হবে।

The post নাথিংয়ের প্রথম ওভার-ইয়ার হেডফোনের ছবি ফাঁস appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments