স্টারলিংকের প্রতিদ্বন্দ্বী স্যাটেলাইট ইন্টারনেট চালু করতে যাচ্ছে রাশিয়া

ইলন মাস্কের স্টারলিংকের বৈশ্বিক স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্কের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজস্ব স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা চালু করতে যাচ্ছে রাশিয়া। রুশ মহাকাশ সংস্থা রোসকসমস (Roscosmos) এই বছরের শেষের দিকে তাদের প্রথম ব্যাচের স্যাটেলাইট ইন্টারনেট টার্মিনাল উৎক্ষেপণ করার পরিকল্পনা করেছে বলে রোসকসমস-এর প্রধান দিমিত্রি বাকানভ বৃহস্পতিবার (১৯ জুন, ২০২৫) জানিয়েছেন।

রাশিয়ার লক্ষ্য ও পরিকল্পনা

রোসকসমস ২০৩৫ সালের মধ্যে ৯০০টিরও বেশি স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে ২০২৭ সাল থেকে বাণিজ্যিক পরিষেবা শুরু করার পরিকল্পনা রয়েছে, যেখানে ২৫০টিরও বেশি স্যাটেলাইট জড়িত থাকবে। দিমিত্রি বাকানভ আরও উল্লেখ করেন যে, এই বছরের ডিসেম্বরে রোসকসমস নিয়মিতভাবে এই স্যাটেলাইটগুলো কক্ষপথে স্থাপন করা শুরু করবে।

কেন এই উদ্যোগ?

স্টারলিংকের মতো স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবাগুলো প্রত্যন্ত অঞ্চলে দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ সরবরাহ করতে সক্ষম, যেখানে প্রচলিত ব্রডব্যান্ড অবকাঠামো পৌঁছানো কঠিন। রাশিয়ার এই উদ্যোগ তাদের নিজস্ব ভূখণ্ডে এবং ভূ-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলে ইন্টারনেট সার্বভৌমত্ব নিশ্চিত করার পাশাপাশি একটি বাণিজ্যিক সুযোগ তৈরি করবে।

পূর্ববর্তী প্রচেষ্টা ও চ্যালেঞ্জ

যদিও রাশিয়ার মহাকাশ কর্মসূচি দীর্ঘদিনের পুরনো, তবে স্টারলিংকের মতো বৃহৎ আকারের নিম্ন-কক্ষপথের (LEO) স্যাটেলাইট নক্ষত্রমণ্ডল তৈরি করা তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এর আগে, ২০২৩ সালের জুন মাসে রোসকসমস ‘রাসভেট-১’ প্রকল্পের অধীনে তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল।

বৈশ্বিক প্রতিযোগিতা:

স্যাটেলাইট ইন্টারনেট বাজারে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। ইলন মাস্কের স্টারলিংক বর্তমানে এই বাজারে অগ্রণী ভূমিকা পালন করছে। এছাড়াও, চীন ‘গুয়োওয়াং’ ও ‘চিয়ানফান’ নামে দুইটি স্যাটেলাইট দল তৈরি করছে, যার মধ্যে মোট ২৮ হাজার স্যাটেলাইট থাকবে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে, রাশিয়ার নতুন স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা বৈশ্বিক মহাকাশ এবং ইন্টারনেট প্রযুক্তির প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করবে।

The post স্টারলিংকের প্রতিদ্বন্দ্বী স্যাটেলাইট ইন্টারনেট চালু করতে যাচ্ছে রাশিয়া appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments