মশার মতো আকৃতির নজরদারি ড্রোন উন্মোচন করেছে চীনের এক সামরিক গবেষণা প্রতিষ্ঠান।
ছোট আকারের এ ড্রোনের রয়েছে চুলের মতো পাতলা পা ও দুটি ডানা, যেগুলো স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইডিপেনডেন্ট।
ড্রোনটি তৈরি করেছে চীনের হিউনান প্রদেশে অবস্থিত ‘ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজি’ বা এনইউডিটি-এর গবেষকরা। মশা-আকৃতির এসব ড্রোনে সেন্সর লাগানো রয়েছে, যা এগুলোকে গোপন সামরিক অভিযানের জন্য উপযোগী করে তুলেছে বলে দাবি তাদের।
চীনের রাষ্ট্রীয় সামরিক চ্যানেল ‘সিসিটিভি ৭’কে এনইউডিটি-এর শিক্ষার্থী লিয়াং হেশিয়াং বলেছেন, “এখানে আমার হাতে মশার মতো দেখতে একটি রোবট রয়েছে।
“ছোট আকৃতির এসব বায়োনিক রোবট তথ্য অনুসন্ধান ও যুদ্ধক্ষেত্রে অভিযানের জন্য বিশেষভাবে উপযোগী।”
ডিভাইসটি এমন এক প্রযুক্তির অংশ, যেখানে বাণিজ্যিক ও সামরিক ক্ষেত্রে ব্যবহারের জন্য খুব ছোট আকারের ড্রোন বানানোর চাহিদা ক্রমাগত বেড়ে চলেছে বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট।
এ বছরের এপ্রিলে নিজেদের সর্বশেষ সংস্করণের ‘রোবোবি’ নামের ড্রোন উন্মোচন করেছে যুক্তরাষ্ট্রের ‘হার্ভার্ড ইউনিভার্সিটি’র ‘হার্ভার্ড মাইক্রোরোবোটিক্স ল্যাব’। তাদের তৈরি এ ড্রোনটি এক ধরনের বড় মশার মতো দেখতে ‘ক্রেন ফ্লাই’ নামের পোকার মতো উড়তে ও নামতে পারে।
গবেষকদের দাবি, ড্রোনটি পরিবেশ পর্যবেক্ষণ ও দুর্যোগ নজরদারির মতো কাজে ব্যবহৃত হবে। ভবিষ্যতে কৃত্রিম পরাগায়ণ বা গাছের ফুলে পরাগ ছড়িয়ে দেওয়ার কাজেও ব্যবহার করা যেতে পারে এটি।
ওই সময় ‘হার্ভার্ড ইউনিভার্সিটি’র গবেষক অ্যালিসা হার্নান্ডেজ বলেছিলেন, “জীববিজ্ঞান ও রোবোটিক্সের মধ্যে সংযোগ খুঁজে বের করার এক চমৎকার প্ল্যাটফর্ম রোবোবি।”
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষেও নজরদারি মিশনের জন্য নরওয়ে থেকে ক্ষুদ্র ড্রোন কেনা হয়েছে। ‘ব্ল্যাক হর্নেট’ নামের এসব ড্রোনে রয়েছে ক্যামেরা ও তাপ বা থার্মাল ইমেজিং সুবিধা। পাশাপাশি এগুলো এতটাই ছোট যে, পকেটে নিয়েও চলা যায়।
ইন্ডিপেনডেন্ট লিখেছে, ২০০৬ সাল থেকে হাইব্রিড পোকা-ড্রোন নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের গোপন ল্যাব ‘ডিএআরপিএ’, যেখানে আসল বিভিন্ন পোকার মধ্যে ছোট ছোট ইলেকট্রনিক যন্ত্র বসানো হয়েছে।
গবেষকরা বলছেন, এসব সাইবার্গ পোকাকে বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। ফলে তেলাপোকা ও পোকামাকড়কেও নজরদারির কাজে ব্যবহার করা যেতে পারে।
The post মশা আকৃতির নজরদারি ড্রোন তৈরি করল চীন appeared first on Techzoom.TV.
0 Comments